সাউথ আফ্রিকা সিরিজে নতুন গুরু পাচ্ছেন তাসকিন-শরিফুলরা। কিংবদন্তি সাবেক প্রোটিয়া পেইসার অ্যালান ডনাল্ডের হাতে টাইগারদের পেইস বোলিং ইউনিটের দায়িত্বভার তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত প্রোটিয়া এই কোচকে নিয়োগ দিয়েছে বোর্ড। জাতীয় দল সাউথ আফ্রিকা যাওয়ার পর বোলিং ইউনিটের দায়িত্বভার বুঝে নেবেন তিনি।
কিংবদন্তি এই পেইসারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন জাতীয় দলের পেইসার তাসকিন আহমেদ। ডনাল্ডের অধীনে ক্লাস করার অপেক্ষায় জাতীয় দলের পেইসাররা বেশ রোমাঞ্চিত বলেও মন্তব্য করেন তিনি।
তাসকিন বলেন, ‘আমরা রোমাঞ্চিত। কারণ, ওনার মতো একজন কিংবদন্তি খেলোয়াড়ের অধীন কোচিং করব। আমাদের দেশি কোচ বা বিদেশি কোচ বলেন, সবার তত্ত্ব প্রায় একই। কিন্তু একেকজনের অভিজ্ঞতা একেক রকম।’
‘চেষ্টা করব তাঁর মতো কিংবদন্তির কাছ থেকে যতটা সম্ভব আদায় করে নিতে।’
২০১১ সালের জুলাইয়ে সাউথ আফ্রিকা ক্রিকেট দলে গ্যারি কার্স্টেনের পরিচালনায় কোচিং বিভাগে ডনাল্ড অন্তর্ভুক্ত হন। ২০১৩ সালে কার্স্টেন এ দায়িত্ব ত্যাগ করলে রাসেল ডোমিঙ্গোকে তার স্থলাভিষিক্ত করা হয়।
এবারে প্রধান কোচ ডোমিঙ্গোর অধীনে তিনি টাইগারদের বোলিং কোচের দায়িত্ব পালন করেন।