সাউথ আফ্রিকা সিরিজে সাকিবের থাকা না থাকা নিয়ে জল কম ঘোলা হয়নি। শুরুতে টেস্ট সিরিজে সাকিবের না থাকার কথা থাকলেও পরে বোর্ড সভাপতির হস্তক্ষেপে পুরো সিরিজের জন্য সাকিবকে পাওয়া যাবে বলে আশ্বস্ত হন সবাই।
কিন্তু পাশার দান বদলে দিয়ে সাকিব সংবাদমাধ্যমে জানিয়ে দেন সাউথ আফ্রিকা সিরিজে বিশ্রামে থাকা প্রয়োজন তার। আর এই বিষয়টি বোর্ডকেও জানিয়েছেন বলে নিশ্চিত করেছিলেন তিনি।
সেই মোতাবেক আবারও শঙ্কা জাগে সাউথ আফ্রিকা সিরিজে সাকিবকে পাওয়া নিয়ে।
সাকিবকে নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে দল ঘোষণাও করেছিল বিসিবি। স্বভাবতই তাকে নিয়ে প্রোটিয়া বধের মিশনে রণ পরিকল্পনা সাজিয়েছিল বোর্ড সেটি বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা না।
কিন্তু সাকিব যদি সিরিজে না থাকেন তাহলে সেই পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আসাটাই স্বাভাবিক। একই সঙ্গে তার অনুপস্থিতি দলে কিছুটা হলেও প্রভাব ফেলার কথা।
এবার জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন মনে করছেন, সাউথ আফ্রিকা সিরিজে সাকিবের না থাকায় দলে তেমন কোনো প্রভাব পড়বে না। পরিকল্পনার পরিবর্তন আসবে, কিন্তু দলে তার না থাকাটা কোনো প্রভাব ফেলবে না।
সুজন বলেন, ‘‘আমরা তো প্ল্যান ‘এ’, ‘বি’, ‘সি’ কতো প্ল্যানই তো রাখি। তো আমরা সেভাবেই করব। প্ল্যান ‘এ’ না হলে প্ল্যান ‘বি’ তে আমরা যাব। আসলে সাকিব থাকলে এক রকম, সাকিব না থাকলে আরেক রকম। সাকিবকে ছাড়া আমরা টেস্ট ম্যাচ জিতেছি নিউজিল্যান্ডের বিপক্ষে। তামিম সাকিব কেউ ছিল না, রিয়াদ ছিল না। তারপরও তো বাংলাদেশ জিতেছে।’’
তিনি আরও বলেন, ‘এমন না যে সাকিব না থাকলে প্ল্যান হবে না। ডেফিনেটলি প্ল্যান চেঞ্জ হবে। সাকিব থাকলে হয়তো আমরা একটা বোলার বা ব্যাটসম্যান বেশি নিয়ে খেলতে পারি। সেটা আমাদের জন্য একটা বাড়তি সুবিধা, যেটা সাকিব না থাকলে হয় না। আমরা চেষ্টা করব আমাদের বেস্ট পসিবল দলটা নিয়েই খেলতে।’