পাকিস্তানের মাঠে প্রায় দুই যুগ পর প্রথম টেস্টে নেমে একটু ব্যাকফুটে অস্ট্রেলিয়া। ইমাম-উল-হক ও আজহার আলীর সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ঘরের মাঠে ফ্রন্টফুটে আছে পাকিস্তান।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের প্রথম ইনিংসে ৪৭৬ রানের পাহাড় গড়ে তুলেছে পাকিস্তান। এর জবাবে প্রথম ইনিংসে কোনো উইকেট না হারিয়ে দলীয় সংগ্রহ ৫ রানে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।
বলা যেতে পারে, অস্ট্রেলিয়ার সঙ্গে বেশ ফুরফুরেভাবেই খেলেছে পাকিস্তান। চার উইকেটে ৪৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে বাবর আজমের বাহিনী।
শত রানের জুটি গড়ে লিওয়ের বলে উইকেট দিয়ে ব্যক্তিগত ৪৪ রানে সাজঘরে ফেরেন পাকিস্তানের ওপেনার শফিক। আরেক ওপেনার ইমাম উল হক খেলেন দুর্দান্ত এক ইনিংস। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন ইমাম। ১৫৭ রান করে কামিন্সের বলে আউট হয়ে ক্রিজ ছাড়েন এই ওপেনার।
এমন শুরুর পর ইমামের সঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি তুলে নেন আজহার আলী। ১৫ রানের আক্ষেপ নিয়ে ১৮৫ রানে ক্রিজ ছাড়েন তিনি।
রানের ধারায় অধিনায়ক বাবর আজম অবশ্য নিজেকে মেলে ধরার সুযোগ পাননি। রান আউট হয়ে সাজঘরে ফেরার আগে তিনি তোলে ৩৬ রান। ইনিংস ঘোষণা দেয়ার আগে ২৯ ও ১৩ রানে অপরাজিত ছিলেন যথাক্রমে রিজওয়ান ও ইফতেখার।
দিনের একেবারে শেষ দিকে ইনিংস ঘোষণা দেয় পাকিস্তান। পরে এক ওভারের জন্য ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। দুই ওপেনার ওসমান খাজা ও ডেভিড ওয়ার্নার ব্যাট করতে নামে। রানের খাতা খুলতে পারেন ওসমান খোজা। ৫ রানই আসে তার ব্যাট থেকে।