বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোহামেডানকে হারিয়ে আবাহনীর সঙ্গে ব্যবধান বাড়াল কিংস

  •    
  • ৫ মার্চ, ২০২২ ১৮:০১

বসুন্ধরা কিংস অ্যারেনায় দিনের একমাত্র ম্যাচে মোহামেডানকে ২-০ গোলে হারায় স্বাগতিকরা। এ জয়ে লিগে টানা ৬ ম্যাচে জয়ের দেখা পেল কিংস।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডের হাইভোল্টেজ ম্যাচে মোহামেডানকে হারাল বসুন্ধরা কিংস। এ জয়ে ঢাকা আবাহনীর সঙ্গে ব্যবধান বাড়াল অস্কার ব্রুজনের বাহিনী। সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল কিংস।

বসুন্ধরা কিংস অ্যারেনায় দিনের একমাত্র ম্যাচে মোহামেডানকে ২-০ গোলে হারায় স্বাগতিকরা। এ জয়ে লিগে টানা ৬ ম্যাচে জয়ের দেখা পেল কিংস।

গোল করে গ্যালারি ভরা স্বাগতিক সমর্থকদের জয় উপহার দেন সুমন রেজা ও রবসন রবিনিয়ো।

ম্যাচের ১১ মিনিটে দলীয় সমন্বয়ের গোলে লিড নেয় বসুন্ধরা কিংস।

জিকোর থেকে বল পেয়ে তারিক কাজী এগিয়ে দেন মাঝমাঠে থাকা সুমন রেজার সামনে। সুমন বিপলুকে পাস দেন। ডিফেন্সচেড়া পাস দিয়ে উইং দিয়ে দৌড়াতে থাকা ইব্রাহিমের সামনে রাখেন বিপলু। ডান প্রান্ত থেকে ফাঁকায় থাকা মাহাদী খানকে বল বাড়িয়ে দেন ইব্রাহিম।

দারুণভাবে ব্যাকপাসে ডি-বক্সের ভেতরে ওঁত পেতে থাকা সুমন রেজা বলটাকে ফিনিশিং করেন। গোলকিপার সুজনের ওপর দিয়ে নিখুঁত শটে বল পাঠিয়ে দেন জালে।

লিডে স্বাগতিক সমর্থকদের উল্লাসে মাতায় বসুন্ধরা কিংস।

এই গোলের রেশ কাটতে না কাটতে ঘরের মাঠে সাদা-কালো জার্সিধারিদের চমকে দেন রবিনিয়ো। বিপলুর কাছ থেকে বল পেয়ে ট্রেডমার্ক দৌড়ে একক নৈপুণ্যে ডি-বক্সের ভেতরে থেকে মাটি গড়ানো বুলেট শটে ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এই গোলের মধ্য দিয়ে লিগে কিংসের জার্সিতে ৬ষ্ঠতম গোলটি করে নিলেন রবিনিয়ো।

দুই গোলের স্বস্তি নিয়ে বিরতিতে যায় অস্কার ব্রুজনের বাহিনী।

পিছিয়ে পড়া মোহামেডান দ্বিতীয়ার্ধে নেমে হোঁচট খায় লাল কার্ড দেখে। ফাউলের শিকার হয়ে মাটিতে পড়ে থাকা কিংসের রবিনিয়োর মাথায় বল মারলে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ম্যাচের ৪৭ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান।

এরপরেও ম্যাচে ফেরার দারুণ কিছু সুযোগ পায় সাদা-কালোরা। ডি-বক্সের ভেতর থেকে শ্যামলের মিস আর ইনজুরি টাইমে ওবি মোনেকের সহজ সুযোগ হাতছাড়া করার ম্যাচ হাত থেকে বেরিয়ে যায় শন লিনের বাহিনীর।

ফলে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

এ জয়ে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পাকাপোক্ত করল কিংস। এক ম্যাচ কম খেলে আবাহনীর পয়েন্ট ১৩। ৯ পয়েন্ট নিয়ে ছয়ে মোহামেডান।

এ বিভাগের আরো খবর