আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দেখেশুনে শুরু করেছে বাংলাদেশ। পাওয়ার-প্লে শেষে স্বাগতিক দলের সংগ্রহ ২ উইকেটে ৩৩ রান।
আউট হয়েছেন মুনিম শাহরিয়ার ও লিটন দাস। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া টাইগারদের হয়ে প্রথমে বিদায় নেন মুনিম।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে টানা দ্বিতীয় ব্যর্থতার মুখোমুখি হন তিনি। প্রথম ম্যাচে ১৭ রানের পর দ্বিতীয় ম্যাচে আউট হলেন ৪ রানে।
মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে মোহাম্মদ নাবিকে মারতে যেয়ে মিড অফে দাঁড়ানো শারাফুদ্দিন আশরাফের হাতে ধরা পড়েন ২৩ বছরের এ ওপেনার। আর বিদায়ে বাংলাদেশ হারায় প্রথম উইকেট।
এরপর আফগানরা ফেরায় ইনফর্ম লিটন দাসকে। পঞ্চম ওভারের প্রথম বলে আজমাতুল্লাহ ওমারজাইকে মারতে যেয়ে আউট হয়ে যান লিটন। তার ব্যাট থেকে আসে ১০ বলে ১৩ রান।
সাকিব আল হাসান ও নাঈম শেখ দলের হয়ে জুটি গড়ে পরিস্থিত সামাল দেয়ার চেষ্টা করছেন।
দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ ম্যাচে একাদশে ফিরেছেন মুশফিকুর রহিম।
অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটারকে জায়গা করে দিতে সরে দাঁড়াতে হয়ে ইয়াসির রাব্বিকে।
এই ম্যাচে জিতলে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পাশাপাশি আইসিসি র্যাঙ্কিংয়ে আফগানিস্তানকে টপকে যাবে বাংলাদেশ।