স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যুতে হত-বিহ্বল পুরো ক্রিকেট বিশ্ব। মাত্র ৫২ বছর বয়সে সর্বকালের সেরা এ তারকার চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার সতীর্থ, প্রতিদ্বন্দ্বি থেকে শুরু করে বর্তমান প্রজন্মের তারকারাও।
সামাজিক যোগাযোগ মাধ্যম উপচে পড়ছে ওয়ার্নকে নিয়ে শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণের পোস্টে।
বাংলাদেশের সাবেক অধিনায়ক ও তারকা উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম, যিনি খেলেছেন ওয়ার্নের বিপক্ষে, লিখেছেন ওয়ার্নের মৃত্যুতে তিনি শোকাহত।
এক টুইট বার্তায় মুশফিক লেখেন, ‘কিংবদন্তি শেন ওয়ার্নের বিদায়ে বাকরুদ্ধ্ব। বড় তাড়াতাড়ি চলে গেলেন। ওপারে শান্তিতে থাকুন কিংবদন্তি।’বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশের গ্রেট সাকিব আল হাসান এক পোস্টে স্মরণ করেছেন ওয়ার্নকে। ওয়ার্ন চলে গেলেও তার হৃদয়ে থাকবেন বলে ফেসবুক পোস্টে লেখেন সাকিব।
তিনি লিখেছেন, ‘ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবার, বন্ধু ও সকল ভক্তদের প্রতি থাকলো আমার আন্তরিক সমবেদনা। যতদিন ক্রিকেট থাকবে আমাদের হৃদয়ে, এই কিংবদন্তি লেগস্পিনারও থাকবেন আমাদের হৃদয়ে।’ওয়ার্নের খুব কাছের বন্ধু ও কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার এ বিদায় মেনে নিতে পারছেন না। ওয়ার্নের সঙ্গে মাঠ ও মাঠের বাইরে বহু ঘটনার স্মৃতিচারণ করেছেন টুইটারে।টুইট বার্তায় শচীন লেখেন, ‘ধাক্কা খেয়েছি, স্তব্ধ হয়ে গেছি ও খুবই খারাপ লাগছে। তোমাকে মিস করব ওয়ার্নি। মাঠ ও মাঠের বাইরে তুমি আশেপাশে থাকলে কোনো মুহূর্তই একঘেয়ে হতো না। মাঠ ও মাঠের বাইরে আমাদের লড়াই আমার চিরদিন মনে থাকবে। ভারতকে তুমি ভালবাসতে, ভারতও তোমাকে তার হৃদয়ে জায়গা করে দিয়েছিল। এত কম বয়সে চলে গেলে।’
আরেক সর্বকালের অন্যতম সেরা ও ওয়ার্নের প্রতিদ্বন্দ্বি ব্রায়ান লারাও হতবাক এমন বিদায়ে। বন্ধুর বিদায়ে বাকহারা হয়ে পড়েছেন এ ক্যারিবিয়ান লেজেন্ড।
লারা লিখেছেন, ‘এই মুহুর্তে বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না। জানি না কীভাবে পুরো বিষয়টা বলব। আমার বন্ধু চলে গেল। সর্বকালের অন্যতম সেরা এক ক্রীড়াবিদকে হারালাম। তার পরিবারের প্রতি আমার সমবেদনা। ওপারে ভাল থাকো ওয়ার্নি। তোমাকে মিস করব।’
নব্বই দশকের আরেক ক্রিকেট স্তম্ভ ওয়াসিম আকরামও টুইট করেছেন ওয়ার্নের বিদায়ে।
সাবেক পাকিস্তান অধিনায়ক লেখেন, ‘প্রচণ্ড ধাক্কা খেয়েছি। আমার প্রিয় বন্ধু ওয়ার্নির মৃত্যুর খবর শুনে কষ্ট পেয়েছি। তার সঙ্গে সবময়ই যোগাযোগ হতো ও সে সবসময় সাহায্য করত। আইকনিক এক বোলার ছাড়াও সে ছিল এক এন্টারটেইনার। তার পরিবারের প্রতি আমার সমবেদনা।’
ক্রিকেট মাঠে ওয়ার্নের প্রবল প্রতিদ্বন্দ্বি ইংল্যান্ডের অধিনায়ক মাইকেল ভন করেছেন ছোট এক টুইট। ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে জানিয়েছেন তার অনুভূতি।
লিখেছেন, ‘সম্রাট তোমাকে ভালোবাসি।’
পছন্দের ক্রিকেটার ওয়ার্নের বিদায় মেনে নিতে পারছেন না আরেক কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস।
এক টুইটে তিনি লেখেন, ‘অবিশ্বাস্য! ভেতর থেকে ধাক্কা খেয়েছি। এটা সত্যি হতে পারে না। কেমন লাগছে এটা বলে বোঝাতে পারব না। ক্রিকেটের জন্য বিরাট এক ক্ষতি।’
বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা ভিরাট কোহলিরও অন্যতম ক্রিকেটিং হিরো ছিলেন শেন ওয়ার্ন। অজি লেগস্পিনারের মৃত্যুতে তিনি টুইটে লিখেছেন, ‘জীবন কতটা ক্ষণস্থায়ী ও অনিশ্চিত! আমাদের খেলার এই গ্রেট ও যাকে আমি মাঠের বাইরে চিনতাম সে তারকার চলে যাওয়াটা মেনে নিতে পারছি না। শান্তিতে থাকুন সর্বকালের সেরা। ঘূর্ণি বলের সর্বকালের সেরা।’
ভারতের অধিনায়ক ও মারকুটে ব্যাটার রোহিত শর্মাও শোকাহত। টুইটে তিনি লেখেন, ‘ভাষা খুঁজে পাচ্ছি না। খুবই দুঃখজনক ঘটনা। আমাদের খেলার এক চ্যাম্পিয়ন ও কিংবদন্তি আমাদের ছেড়ে গেছেন। এখনও বিশ্বাস করতে পারছি না।’
পাকিস্তানের ফাস্ট বোলিং কিংবদন্তি শোয়েব আখতারও দুঃখ ভারাক্রান্ত বন্ধুর বিদায়ে। ওয়ার্নকে ক্রিকেটের অন্যতম সেরা কিংবদন্তি হিসেবে উল্লেখ করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
টুইট পোস্টে লিখেছেন, ‘কত বড় আঘাত পেয়েছি সেটা বলে বোঝাতে পারব না। কী দারুণ এক কিংবদন্তি! কী দারুণ এক মানুষ! কী দারুণ এক ক্রিকেটার।’
এছাড়াও ওয়ার্নের মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন ওয়াকার ইউনিস, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াওয়ার্দেনে, বাবর আজম, মুহাম্মাদ রিজওয়ান, হারশা ভোগলে, শিখর ধাওয়ানসহ অসংখ্য ক্রিকেট তারকা।