ক্রিকেটের শর্টার ফরম্যাটে চলতি বছরের শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। অপেক্ষাকৃত শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৬১ রানের দুর্দান্ত এক জয় দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ।
ব্যাটিং ইউনিট ব্যর্থ হলেও স্পিনারদের দায়িত্বশীল বোলিংয়ে দুর্দান্ত সে জয় পেয়েছিল বাংলাদেশ। দুই স্পিনার নাসুম আহমেদ ও সাকিব আল হাসান মিলে অল্পতেই এনে দিয়েছিলেন বেশ কয়েকটি ব্রেক থ্রু।
টাইগার স্পিনারদের কল্যাণে ৬২ রানে ছয় উইকেট হারানো আফগানিস্তান, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের বোলিং তোপের মুখে গুটিয়ে গিয়েছিল মাত্র ৯৪ রানেই।
আর তাদের সফতার পেছনের মূল কারণ হিসেবে মাইন্ডসেট কাজ করেছে বলে মনে করছেন জাতীয় দলের স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ। নিজের কাজটা তারা বুঝতে পেরেছে বলেই সফল হচ্ছে তারা ২২ গজে এমনটাই মনে করছেন তিনি।
হেরাথ বলেন, ‘আমি সবসময় মাইন্ডসেটের ব্যাপারটা ভাবি। কন্ডিশন পক্ষে থাকুক বা না থাকুক, আপনার এটা বোঝার প্রয়োজন এবং কন্ডিশন নিয়ে সতর্ক হতে হবে। এ ক্ষেত্রে সেটা টার্নিং উইকেট হোক কিংবা না হোক, বোলারদের দায়িত্বটা আপনাকে বুঝতে হবে। তাদেরকে পরিষ্কার বার্তা দেয়া হয়েছে ভূমিকা সম্পর্কে, যে কারণে তারা সফল হয়েছে প্রকৃতপক্ষে।’
হেরাথের মতে যথাযথভাবে মাইন্ডসেট থাকলে যে কোনো কন্ডিশনে খাপ খাইয়ে নিতে পারবে ক্রিকেটাররা অনায়াসেই। হোক সেটি উপমহাদেশ কিংবা বাহিরে।
হেরাথ বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি যে খেলা যেখানেই হোক, বাংলাদেশ হোক কিংবা শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড, আপনার মাইন্ডসেটটা খুব গুরুত্বপূর্ণ। যখন আপনি আপনার দেশের হয়ে খেলবেন তখন সেখানে দায়িত্ব ও খেলার ভূমিকা থাকে, আর সেসব বোঝা খুব গুরুত্বপূর্ণ।’