আফগানিস্তান সিরিজ শেষ করেই সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে খেলতে উড়াল দেবে টিম টাইগার্স।
টানা খেলা থাকায় ক্রিকেটাররা স্বভাবতই বেশ সেট হয়ে গিয়েছেন সম্প্রতি। আর তাই আসন্ন সাউথ আফ্রিকা সিরিজে সম্ভাব্য একাদশ থেকে শুরু করে স্কোয়াডে খুব একটা পরিবর্তন আনার পক্ষপাতী নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড আর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডের মতো দল সাজানোর পরিকল্পনা করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আসন্ন সিরিজকে সামনে রেখে অধিনায়কদের সঙ্গে আলোচনার পর এমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমকে। ইতোমধ্যে স্কোয়াড চূড়ান্ত হয়ে গেছে বলেও জানান তিনি। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।
‘দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে কথা বললাম। টেস্টে কী ধরনের স্কোয়াড হতে পারে, কারা কারা খেলতে পারে, কারা যাচ্ছে, এটা তো আজ চূড়ান্ত হলোই। সঙ্গে সম্ভাব্য একাদশ কী হতে পারে, সঙ্গে ওয়ানডেও। তামিম ছিল, তামিমের সঙ্গেও আলাপ হলো। শুধু মুমিনুল ছিল না, তবে আমরা একটা ধারণা পেয়েছি’, বলেন পাপন।
‘খুব একটা বেশি থাকবে না। আমার জানা মতে, যারা ছিল তারাই থাকবে, তবে দুই-একটা পরিবর্তন তো অবশ্যই আসবে’, যোগ করেন তিনি।
১৮ মার্চ মাঠে গড়াবে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এরপর ২০ ও ২৩ মার্চ মাঠে গড়াবে বাকি দুটি ওয়ানডে।
প্রথম ও তৃতীয় ওয়ানডে হবে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে। এ দুই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
দ্বিতীয় ওয়ানডে হবে জোহানেসবার্গের ইম্পেরিয়াল ওয়ান্ডারার্সে। এটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
৩১ মার্চ ডারবানের হলিউডবেটস কিংসমেডে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ৮ এপ্রিল পোর্ট এলিজাবেথের সেইন্ট জর্জ পার্ক ক্রিকেট গ্রাউন্ডে গড়াবে সিরিজের শেষ টেস্টটি।