আইপিএলের কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকলেও টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু সাকিবকে পূর্ণ সেশনে পাওয়া যাবে না বলে তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এ কারণে আসন্ন আইপিএলে খেলা হচ্ছে না তার।
যেহেতু আইপিএলে খেলা হচ্ছে না তাই সাউথ আফ্রিকা সিরিজের টেস্টে খেলার জন্য আর কোনো বাধা থাকছে না সাকিবের। কিন্তু আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত ছিল না সাকিবের টেস্ট সিরিজে অংশ নেয়া নিয়ে।
সোমবার দুপুরে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনূস সাংবাদিকদের জানিয়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে দুই দিনের মধ্যে সাকিবের সঙ্গে আলোচনায় বসে সিদ্ধান্ত নেবেন বোর্ড সভাপতি।
কিন্তু দুই দিন অপেক্ষা করেননি বোর্ড সভাপতি। সিরিজের তৃতীয় ম্যাচ শেষেই সাকিবের সঙ্গে তিনি সেরে ফেলেছেন আনুষ্ঠানিক আলোচনা। নিশ্চয়তা পেয়েছেন সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে থাকছেন সাকিব।
সোমবার সন্ধ্যায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, ‘ওর সাথে আমার কথা হয়েছে। ম্যাচ শেষে দূর থেকে বলেছিলাম ওকে যে সাউথ আফ্রিকা সিরিজ শেষ করে আসো, তোমার সঙ্গে বসবো। ও মুচকি হেসে বলল- আপনি যা বলেন সেটাই হবে। ও সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলবে। আমি নিশ্চয়তা দিচ্ছি।’
১৮ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ। ১৮, ২০ ও ২৩ মার্চ মাঠে গড়াবে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ। আর ৩১ মার্চ শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজটি।