ফিফা কমপ্লায়েন্স (প্রতিপালনীয়) অনুযায়ী ঢাকার অদূরে পূর্বাচলে একটা ফুটবল স্টেডিয়াম নির্মাণে ইতিবাচক সাড়া দিয়েছে সরকার। শিগগিরই প্রকাশ্যে নির্মাণ কাজের প্রাথমিক কার্যক্রম শুরু হবে বলে আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন।
বুধবার যুব ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে বাফুফে সভাপতি বলেন, ‘আমি আসছি উনাদের কাছে রিকোয়েস্ট করতে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের সাহায্য করতে চান। আমরা ফুটবলের কোনও সমস্যা নিয়ে আসি তখন যতখানি পারে তিনি আমাদের সাহায্য করেন। এটা দেশবাসী বুঝে আমাদের একটা ফুটবল কমপ্লায়েন্স স্টেডিয়াম নাই। যেজন্য আন্তর্জাতিক ফুটবলের কোনও বড় টুর্নামেন্ট করতে পারি না।’
পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণের ব্যাপারে প্রস্তাব দেয়া হয়েছে বাফুফে থেকে। প্রস্তাবে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানান কাজী সালাউদ্দিন।
তিনি বলেন, ‘আমরা যখন কোনও টুর্নামেন্ট করি তখন অনেক অনুরোধ করে আনতে হয়। বাংলাদেশে একটা কমপ্লায়েন্স স্টেডিয়াম হবে না তাতো হতে পারে না। এই প্রস্তাব দেয়া হয়েছে। মন্ত্রী সাহেব বলছে অবশ্যই এটা দরকার। প্রধানমন্ত্রীও চান একটা স্টেডিয়াম হোক।’
প্রাকৃতিক ঘাসের স্টেডিয়ামটিতে প্রাথমিকভাবে দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৩৫ হাজার রাখার পরিকল্পনা করা হচ্ছে। নির্মাণের প্রাথমিক পরিকল্পনা নেয়া হচ্ছে বলে জানান বাফুফে বস।
কাজী সালাউদ্দিন বলেন, ‘আমি আশা করছি এখন মনে হয় সমস্যা সমাধান হয়ে যাবে। স্টেডিয়ামের জায়গাসহ বাকী কাজগুলো শুরু করার সঠিক জায়গায় এসেছি আমরা।
‘আলোচনা করে দেখলাম পূর্বাচল একটা ভালো জায়গা যেখানে স্টেডিয়াম করা যায়। আমরা ওভাবেই চেয়েছি। সবারই ইচ্ছা স্টেডিয়ামটা হোক।’