বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ রাসেল কেসিকে হারিয়ে জয়ে ফিরল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। টানা দুই ড্রয়ের পর লিগে তৃতীয় জয়ের দেখা পেল ধানমন্ডির জায়ান্টরা। এ জয়ে ঢাকা আবাহনীকে টপকে পয়েন্ট টেবিলের দুইয়ে ওঠে এল শেখ জামাল।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে বুধবার সাইফুল বারী টিটুর দল শেখ রাসেলকে একমাত্র গোলে হারায় হুয়ান মার্তিনেসের দল শেখ জামাল। জয়সূচক গোলটি করেন চিনেদু ম্যাথিউ।
ম্যাচের শুরু থেকে সমান তালে খেলতে থাকে দুই দল। ম্যাচের ৩৩ মিনিটে ডেডলক ভাঙে শেখ জামাল। প্রায় মাঝমাঠ থেকে ভালিদজানবের ওয়ান টাচ পাস ডিফেন্স ভেদ করে চলে যায় চিনেদু ম্যাথিউয়ের সামনে। বল নিয়ে ডি-বক্সের সামনে যেতেই ডিফেন্ডাররা ঘিরে ধরে এই নাইজেরিয়ানকে।পরে তিন ডিফেন্ডারকে ড্রিবল করে গোলবারের কোণ বরাবর বল পাঠিয়ে দলকে উল্লাসে মাতান চিনেদু।
তার গোলে লিড নেয় শেখ জামাল। এই একমাত্র গোলে শেষ পর্যন্ত জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল। লিগে তৃতীয় জয়ের দেখা পেল তারা। আর শেখ রাসেল দেখল দ্বিতীয় হার।
এ মৌসুমে কাগজে-কলমে বেশ শক্তিশালী দল গড়েছে শেখ রাসেল। কিন্তু মাঠে তার প্রতিফলন দেখা যাচ্ছে না টিটুর বাহিনীর কাছ থেকে। ৫ ম্যাচে তাদের দুই ড্র, দুই হার আর জয় একটি।
যার প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলে। ৫ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে শেখ রাসেল। অন্যদিকে ১১ পয়েন্ট নিয়ে দুই ওঠে গেছে শেখ জামাল।