বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা চারে থাকার লড়াইটা জমে উঠেছে। প্রতি ম্যাচেই শীর্ষস্থান বদলে যাচ্ছে। প্রতি রাউন্ডেই টেবিলের শীর্ষ চার অবস্থান অদল-বদল হচ্ছে। এমন উত্তেজনার মধ্যে বুধবার হতে চলেছে লিগের প্রথম ঢাকা ডার্বি।
সিলেটের ময়দানে হোম ভেন্যুতে মোহামেডানকে আতিথ্য দেবে ঢাকা আবাহনী।
কাগজে-কলমে ও মাঠের পারফরম্যান্সে এখনও পর্যন্ত সলিড হেভিয়েট আবাহনী। মৌসুমের প্রথম দুটি শিরোপা জিতে এখনও ট্রেবলের পথে আছে ধানমন্ডির জায়ান্টরা। স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ দুই শিরোপাই গেছে আবাহনীর শোকেজে।
লিগেও সেই সাফল্য ধরে রেখেছে মারিও লেমসের বাহিনী। এখনও পর্যন্ত অপরাজিত দল তারা। এক ড্র ছাড়া তিন ম্যাচে জিতেছে দলটি। অবস্থান করছে টেবিলের দুইয়ে। পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে মোহামেডান বধ করতেও প্রস্তুত আকাশি-নীল জার্সিধারিরা।অন্যদিকে তারকাহীন দল নিয়ে এবার দুরন্ত ফর্ম দেখা যাচ্ছে মোহামেডানের। আবাহনীর মতো তারাও এবার অপরাজিত। দুই জয় ও দুই ড্রয়ে টেবিলের সেরা চারে অবস্থান করছে সাদা-কালো জার্সিধারিরা।
শন লিনের অধীনে মোহামেডান দুরন্ত ফর্মে আছে। লিগের তাদের অন্যতম বড় পরীক্ষার নাম ঢাকা ডার্বি। এই ম্যাচ থেকে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া হবে লিগের ভবিষ্যতের জন্য একটা বোনাস।
তবে, অতীত রেকর্ডে বেশ ভালভাবেই এগিয়ে আছে আবাহনী। লিগে ২৬ বারের দেখায় ১২টিতেই জিতেছে ধানমন্ডির জায়ান্টরা। আর ৫টিতে জিতেছে মোহামেডান। বাকী ১০ ম্যাচের মীমাংসা হয়েছে ড্রয়ে।
তবে সবশেষ দুই ম্যাচের রেকর্ড দেখলে আশা দেখতে পারে মোহামেডান। লিগের সবশেষ দুটি ম্যাচই আবাহনীকে রুখে দিয়েছে মতিঝিলের ঐতিহ্যবাহী দলটি।
আবাহনীর বিপক্ষে মোহামেডানের সবশেষ জয় ২০১৯ সালে। সেবার আবাহনীকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল তারা। অন্যদিকে ২০২০ সালে সবশেষ মোহামেডানকে হারিয়েছিল আবাহনী।
প্রতিবারই আবাহনী-মোহামেডান ডার্বি ম্যাচটাকে ঘিরে অন্যরকম উত্তেজনা তৈরি হয়। যদিও সেই জৌলুসটা নাই। তবে এখনও সেই উত্তাপটা মাঠে গড়ায় ম্যাচ হলেই।
এবার কে জিতবে বলা কঠিন। একদিকে যেমন ট্রেবলের নেশায় উড়ছে আবাহনী। অন্যদিকে হাই-প্রেসিং আর তরুণ তুর্কিদের নিয়ে দুর্দান্ত খেলছে মোহামেডানও।
সিলেটের জেলা স্টেডিয়ামে সাড়ে পাঁচটায় লিগের টেবিলের শীর্ষস্থান ফিরে পেতে নামবে আবাহনী। আর সেরা চারের অবস্থান পাকাপোক্ত করতে নামবে মোহামেডান।