মার্চের ফিফা ফুটবল উইন্ডোতে দুই দেশ মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রতিপক্ষের সঙ্গে চূড়ান্ত হয়ে গেছে ম্যাচ দুটির দিন-তারিখও।
চূড়ান্ত সূচি অনুযায়ী, ২৪ মার্চ মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আর ২৯ মার্চ খেলবে মঙ্গোলিয়ার বিপক্ষে।
প্রথম ম্যাচটি মালদ্বীপের মাটিতে খেলবে বাংলাদেশ। মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচটি হবে সিলেটে।
দুটি ম্যাচ ফিফা উইন্ডোর নিয়মানুযায়ী ‘ফিফা টায়ার-ওয়ান’ হিসেবে বিবেচিত হবে।
জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমরা ফিফা উইন্ডোতে খেলার জন্য কিছু দেশকে আমন্ত্রণ জানাই। সাত দেশের মধ্যে দুটি দেশকে আমরা নিশ্চিত করেছি।’
১৭ মার্চ থেকে অনুশীলন শুরু করার কথা জাতীয় দলের। দেশের মাটিতে ৪-৫ দিনের অনুশীলন শেষে মালদ্বীপে যাবে জামাল ভূঁইয়ারা।
জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জানান, ২২ মার্চ মালদ্বীপে যাবে জাতীয় দল। ২৪ মার্চ খেলে ২৫ তারিখে রাজধানী ব্যাক করবে। ২৯ মার্চ সিলেটে মঙ্গোলিয়ার সঙ্গে খেলবে বাংলাদেশ।’
চলমান লিগের সেরা খেলোয়াড়দের নিয়ে জাতীয় দল গড়বেন নতুন হেড কোচ হাভিয়ের কাবরেরা। দুটি ম্যাচে ভালো করার প্রত্যাশা কাজী নাবিল আহমেদের।তিনি বলেন, ‘সবাই যেহেতু লিগে খেলার মধ্যে আছে। আমরা দুটি ম্যাচই ভালো করব আশা করছি। আমাদের খেলোয়াড়রাও বেশ উজ্জ্বীবিত আছে।’