প্রিমিয়ার লিগের পর মাঠে গড়াল ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ আসর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। উদ্বোধনী দিনে জয়ের দেখা পেল বাফুফে এলিট ফুটবল একাডেমি। শ্বাসরুদ্ধকর ম্যাচে তারা হারিয়েছে নোফেল এসসিকে।
বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার নোফেলকে ২-১ গোলে হারায় বাফুফে এলিট ফুটবল একাডেমি।
সবশেষ চ্যাম্পিয়নশিপ লিগের রানার আপ হয়েছিল নোফেল। তাদের হারিয়ে ১০ম আসর শুরু করল বাফুফের একাডেমিতে প্রশিক্ষণে থাকা ফুটবলাররা।
ম্যাচের ২১ মিনিটে মিরাজুলের গোলে লিড নেয় এলিট একাডেমি। তার ৮ মিনিট পর আবারও নোফেলের জালে বল জড়ান মিরাজুল। তার জোড়া গোলের দিনে ম্যাচের অন্তিম মুহূর্তে নোফেলকে ম্যাচে ফেরান হেফাজ।
ব্যবধান কমলেও সমতায় ফিরতে পারেনি নোফেল। শেষে জয় নিয়ে মাঠ ছাড়ে বাফুফে একাডেমি।
এএফসির বয়সভিত্তিক টুর্নামেন্টকে সামনে রেখে বাফুফে একাডেমিকে চ্যাম্পিয়নশিপ লিগে খেলানোর সিদ্ধান্ত নেয় বাফুফে। লিগে তারা অবনমন বা প্রমোট হয়ে বিপিএলে খেলবে না। তাদের খেলায় রাখার জন্য এ সিদ্ধান্ত।
এদিকে দিনের অন্য ম্যাচে ফোর্টিজ এফসির সঙ্গে ড্র করেছে গোপালগঞ্জ এসসি।