বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লা লিগায় বড় জয় দুই মাদ্রিদের

  •    
  • ২০ ফেব্রুয়ারি, ২০২২ ১২:৫৯

ওসাসুনার মাঠে ৩-০ গোলের জয়ে লিগ টেবিলের ৪ নম্বরে উঠে এসেছে আতলেতিকো। নিজ মাঠে একই ব্যবধানে দেপোর্তিভ আলাভেসকে হারিয়েছে রিয়াল।

স্প্যানিশ লা লিগায় বড় জয় পেয়েছে চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ ও শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। ওসাসুনার মাঠে ৩-০ গোলের জয়ে লিগ টেবিলের ৪ নম্বরে উঠে এসেছে আতলেতিকো। নিজ মাঠে একই ব্যবধানে দেপোর্তিভ আলাভেসকে হারিয়েছে রিয়াল।

লা লিগায় ভিয়ারিয়ালের সঙ্গে ড্র ও চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে হারের পর জয়ের জন্য মুখিয়ে ছিলেন রিয়াল মাদ্রিদের ভক্তরা।

নিজ মাঠ সান্তিয়াগো বার্নাব্যুয়ে আলাভেসের বিপক্ষে প্রথমার্ধের খেলা মন ভরাতে পারেনি তাদের। গোলশূন্য প্রথমার্ধে তারা একাধিকবার দুয়োধ্বনি দেয় দলের উদ্দেশে।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় রিয়াল। চমৎকার এক গোল করে দলকে আত্মবিশ্বাস ফিরিয়ে দেন মার্কো আসেনসিও। এরপর স্কোরশিটে নাম ওঠান ভিনিসিয়াস ও কারিম বেনজেমা। ৩-০ গোলের জয়ে শীর্ষস্থান মজবুত করে রিয়াল।

ম্যাচ শেষে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করেন প্রথমার্ধে বাজে খেলেছে দল। দর্শকের দুয়োধ্বনিও তাদের প্রাপ্য ছিল বলে মেনে নেন তিনি।

বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘আমি ফ্যানদের সঙ্গে একমত। প্রথমার্ধে আমরা যেমনটা খেলেছি তাতে ড্রেসিংরুমের কেউই সন্তুষ্ট ছিল না।’

শনিবার রাতের আরেক ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে আগের ম্যাচে লেভান্তের কাছে হেরে যাওয়া আতলেতিকো মাদ্রিদ। সেই ধাক্কা ভুলে ওসাসুনার মাঠে দারুণ ফুটবল উপহার দেয় দিয়েগো সিমিওনির দল।

পর্তুগিজ তারকা জোয়াও ফেলিশ স্কোরিংয়ের শুরু করেন ৪ মিনিটে। এরপর দলের হয়ে ব্যবধান বাড়ান লুইস সুয়ারেস ও আনহেল কোরেয়া। সব মিলিয়ে ৩-০ ব্যবধানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়েন স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

ওসাসুনার বিপক্ষে গোল উদযাপন করছেন লুইস সুয়ারেস। ছবি: টুইটার

মাদ্রিদের দুই দলের জয়ে কিছুটা অদলবদল হয়েছে পয়েন্ট টেবিল। ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে আছে রিয়াল মাদ্রিদ।

সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে উঠে এসেছে আতলেতিকো। বার্সেলোনা আছে ৬ নম্বরে। ২৩ ম্যাচে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট।

এ বিভাগের আরো খবর