বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘দামে কম মানে ভালো’ চট্টগ্রাম আবাহনী

  •    
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২২ ২০:০৪

দলে নেই বর্তমান জাতীয় দলের কোনো খেলোয়াড়, নেই তারকা, ধারদেনায় গড়া দলটিই চতুর্থ রাউন্ড শেষে এখনও অপরাজিত। দুই জয়, দুই ড্র।

কাগজে-কলমের হিসাব বিবেচনায় প্রিমিয়ার লিগের দল চট্টগ্রাম আবাহনী নিয়ে বড় আশা করা মুশকিল। দলে নেই বর্তমান জাতীয় দলের কোনো খেলোয়াড়, নেই তারকা, ধারদেনায় গড়া দলটিই চতুর্থ রাউন্ড শেষে এখনও অপরাজিত। দুই জয় ও দুই ড্র। এখনও পর্যন্ত হারেনি মারুফুল হকের চট্টগ্রাম আবাহনী।

তাই কাগজে-কলমে ‘দামে কম মানে ভালো’ বলাই যেতে পারে বন্দরনগরীর দলটিকে।

লিগের শুরুটা আবাহনী করেছে জয় দিয়ে। পরে টানা দুই ড্রয়ে পয়েন্ট খোয়ালে শনিবার চতুর্থ ম্যাচ জিতে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দলটি।

রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে স্বাধীনতা কেএসকে ২-১ গোলে হারায় চট্টগ্রাম আবাহনী।

পুরো ম্যাচে দাপট নিয়ে খেলেছে মারুফুলের বাহিনী। ধারাবাহিক আক্রমণে ম্যাচের ২৪ মিনিটে পেনাল্টি আদায় করে নেয় তারা। লিড নেয়ার এমন সুযোগটা হাতছাড়া হয়নি। পিটার থ্যাংকগডের গোলে উল্লাসে মাতে আবাহনী।

এ নিয়ে লিগে চার ম্যাচে তৃতীয় গোলের দেখা পেলেন এই নাইজেরিয়ান। তার গোলের স্বস্তি নিয়ে বিরতি থেকে ফিরে ম্যাচের ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। জাহিদ হোসেনের পাস থেকে গোল করে স্কোরটা ২-০ করে ফেলেন ওমিদ পোপালজায়।

তার ঠিক ৪ মিনিট পর ম্যাচে ফেরে স্বাধীনতা। জাহিদুল আলমের গোলে ব্যবধান ২-১ করে তারা। তবে হার এড়াতে তা যথেষ্ট ছিল না। জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।

এই ম্যাচ দিয়ে লিগে দ্বিতীয় জয় তুলে নিল মারুফুল হকের বাহিনী। চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগের টেবিলের পাঁচে অবস্থান করছে চট্টগ্রাম আবাহনী। ৫ থেকে ৯-এ নেমে এলো স্বাধীনতা কেএস।

এ বিভাগের আরো খবর