বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ধোনি-পন্টিংও বাংলাদেশকে বিশ্বচ্যাম্পিয়ন বানাতে পারবে না’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২২ ১০:২৫

বাটের মতে মহেন্দ্র সিং ধোনি বা রিকি পন্টিংয়ের মতো বিশ্বকাপজয়ী অধিনায়ক যদি বাংলাদেশকে নেতৃত্ব দেয় তাহলেও বাংলাদেশ বিশ্বকাপ জিততে পারবে না।

বাবরের হয়ে ব্যাট ধরতে গিয়ে বাংলাদেশকে কটাক্ষ করলেন ফিক্সিংকাণ্ডে ক্রিকেটকে কলুষিত করা পাকিস্তানি ওপেনার সালমান বাট।

পিএসলে করাচি কিংসের বাজে পারফরম্যান্সের জন্য সমালোচনার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে দলটির অধিনায়ক বাবর আজমকে। এখন পর্যন্ত খেলা আট ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি করাচি। আর সে কারণেই অধিনায়কত্ব নিয়ে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে বাবর আজমকে।

কিন্তু সালমান বাট মনে করেন, দলের ব্যর্থতায় অধিনায়ককে এখনই দোষ দেয়াটা উচিত নয়। বাবরের হয়ে সাফাই গাইতে গিয়ে তিনি কটাক্ষ করে বসেন বাংলাদেশের ক্রিকেটকে।

আমি সেটা মনে করি না (বাবর ব্যর্থ অধিনায়ক)। সে পাকিস্তানেরও অধিনায়ক। আপনি যদি ধোনি বা রিকি পন্টিংকে বাংলাদেশের অধিনায়ক বানিয়ে দেন, তাহলে তো তারা আর বিশ্বচ্যাম্পিয়ন হয়ে যাবে না। আপনার যদি পরিবর্তন আনতে হয়, তাহলে অবশ্যই ধৈর্য ধরতে হবে।

তার মতে, মহেন্দ্র সিং ধোনি বা রিকি পন্টিংয়ের মতো বিশ্বকাপজয়ী অধিনায়ক যদি বাংলাদেশকে নেতৃত্ব দেন তাহলেও বাংলাদেশ বিশ্বকাপ জিততে পারবে না।

নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে সালমান বাট বলেন, ‘আমি সেটা মনে করি না (বাবর ব্যর্থ অধিনায়ক)। সে পাকিস্তানেরও অধিনায়ক। আপনি যদি ধোনি বা রিকি পন্টিংকে বাংলাদেশের অধিনায়ক বানিয়ে দেন, তাহলে তো তারা আর বিশ্বচ্যাম্পিয়ন হয়ে যাবে না। আপনার যদি পরিবর্তন আনতে হয়, তাহলে অবশ্যই ধৈর্য ধরতে হবে।’

অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে বাংলাদেশকে কটাক্ষ করা নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকবার জাতীয় দলের ক্রিকেটারদের ইঙ্গিত করে কুরুচিকর মন্তব্য করেছেন ভারত ও পাকিস্তানের সাবেকরা। পরিচয় দিয়েছেন তাদের নিচু মনের।

এবারে নিচু মানসিকতার সেই মানুষদের তালিকায় নিজেকে যুক্ত করলেন পাকিস্তানের সাবেক এই ওপেনার।

এ বিভাগের আরো খবর