দুজন দুই খেলার মহাতারকা। একজন ক্রিকেট ঈশ্বর। আরেকজন ফুটবলের বরপুত্র। তবে দুজনের মাঠে ও মাঠের বাইরে আচরণ অনেকটা একরকম। এমনটা মনে করেন খোদ শচীন টেন্ডুলকার।
লিওনেল মেসি অনেকটা তার মতো, এমন মন্তব্য করেছেন শচীন টেন্ডুলকার। আমেরিকান সাংবাদিক গ্রাহাম বেনসিঙ্গারকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি-রোনালডোর মধ্য থেকে ভারতীয় ক্রিকেট ঈশ্বর বেছে নিয়েছেন আর্জেন্টাইন জাদুকরকে।
টেন্ডুলকার ক্রিকেট ছেড়েছেন ২০১৩ সালে। তারপরও মাঠ ও মাঠের বাইরে তরুণ ক্রিকেটারদের আদর্শ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিককে ধরা হয়।
২৪ বছরের ক্যারিয়ারের খুব কম সময়ই বিতর্কের কারণে শিরোনাম হয়েছেন টেন্ডুলকার। বরাবর যা আলোচনা ছিল তার খেলাকে ঘিরেই। মাঠের বাইরে খুব বেশি মিডিয়ার লাইমলাইট পছন্দ করতেন না ভারতের এ কিংবদন্তি।
মেসিও অনেকটা শচীনের মতোই। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন হওয়ার পরও ক্যামেরা ও মিডিয়ার আড়ালেই থাকতে পছন্দ করেন তিনি।
মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালডো যেমন মাঠে, তেমন মাঠের বাইরেও সরব। সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতির পাশাপাশি মিডিয়ার সামনেও দারুণ চটপটে রোনালডো। ক্যারিয়ারের শুরু থেকে নিজেকেই সর্বকালের সেরা ঘোষণা দিয়ে লাইমলাইট কেড়েছেন বহুবার।
মেসি যেন ঠিক তার উলটো। খেলার পর সাক্ষাৎকার দেন কম, সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি আরও কম। মাঠের বাইরে প্রায় পুরোটা সময় মেসি কাটান পরিবারের সঙ্গে।এই দিকটাই মনে ধরে টেন্ডুলকারের। যে কারণে বেনসিঙ্গার যখন তাকে মেসি-রোনালডোর মাঝে একজনকে বেছে নিতে বলেছেন এক মুহূর্ত দেরি হয়নি তার মেসিকে বেছে নিতে।