বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যাটারদের কল্যাণে দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থায় নিউজিল্যান্ড

  •    
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:২২

সফরকারী দলের চেয়ে ৩৫৩ রানে এগিয়ে স্বাগতিক দল। ৩ উইকেটে ৩৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে সাউথ আফ্রিকা। নিজেদের প্রথম ইনিংসে  ৪৮২ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষে সাউথ আফ্রিকার বিপক্ষে দারুণ অবস্থানে আছে নিউজিল্যান্ড। সফরকারী দলের চেয়ে ৩৫৩ রানে এগিয়ে স্বাগতিক দল।

৩ উইকেটে ৩৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে সাউথ আফ্রিকা। নিজেদের প্রথম ইনিংসে ৪৮২ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

৩ উইকেটে ১১৬ রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ডের ব্যাটাররা অনায়াসেই রান তুলতে থাকেন। যে উইকেটে প্রথম ইনিংসে মাত্র ৯৫ রানে গুটিয়ে গিয়েছিল সাউথ আফ্রিকা, সেই একই উইকেটে সেঞ্চুরি তুলে নেন হেনরি নিকোলস।

তার অষ্টম সেঞ্চুরি আসে ১৫৬ বলে। তার ইনিংসে ছিল ১১টি ৪। শুরুতে নিকোলসকে সঙ্গ দেন নাইট ওয়াচম্যান নেইল ওয়াগনার। ৪৯ রান করে আউট হন তিনি।

এরপর ড্যারিল মিচেল ১৬ রান করে ফিরে গেলে জুটি গড়েন নিকোলস ও টম ব্লান্ডল। নিকোলস সেঞ্চুরি পেয়ে ১০৫ রানে আউট হন।

ব্লান্ডল সেঞ্চুরির দেখা পাননি। তৃতীয় টেস্ট সেঞ্চুরির একেবারে কাছে গিয়ে ৯৬ রানে আউট হন এ উইকেটকিপার ব্যাটার।

লোয়ার অর্ডারে কলিন ডি গ্র্যান্ডহোমের ৪৫ ও ম্যাট হেনসির ৫৮* রানের ইনিংসে পাঁচ শর কাছাকাছি সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

প্রোটিয়াদের পক্ষে কাগিসো রাবাডা ২টি ও ডুয়ান ওলিভিয়ের ৩টি উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের মতো বিপর্যয়ে পড়ে সাউথ আফ্রিকা। ওপেনার সারেল এরউই ও ডিন এলগার ফেরেন শূন্য রানে। ওয়ান ডাউন এইডেন মারক্রাম করেন ২।

শেষ পর্যন্ত রাসি ফন ডার ডুসেন ও টেম্বা বাভুমা উইকেটের পতন ঠেকান ও দিনের শেষ পর্যন্ত ব্যাট করেন। বাভুমা ২২ ও ডুসেন ৯ রানে খেলছিলেন।

এ বিভাগের আরো খবর