একই সঙ্গে মঙ্গলবার রাতে শুরু হয় দুই টুর্নামেন্টের দুটি ম্যাচ। প্যারিসে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পিএসজির হয়ে মাঠে নামেন লিওনেল মেসি।আর ম্যানচেস্টারে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে নামেন ক্রিস্টিয়ানো রোনালডো।
সময়ের দুই মহাতারকার দল জয় নিয়ে মাঠ ছাড়লেও তাদের ব্যক্তিগত ভাগ্য ছিল দুই রকম। ব্রাইটনকে নিজ মাঠে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের প্রথম গোলটি আসে রোনালডোর পা থেকে।
ব্রাইটনের বিপক্ষে প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন রোনালডো।
৫১ মিনিটে ডি বক্সের বাইরে বল পেয়ে যাওয়ার পর দারুণ ডজে দুই ডিফেন্ডারকে পরাস্ত করে দূর পাল্লার শট নেন। জোরালো শট ঠেকাতে পারেননি ব্রাইটনের গোলকিপার। প্যারিসে মেসির পেনাল্টি মিস করার মিনিট দুয়েক পরই ম্যানচেস্টারে ঘটে এ ঘটনা।
ইউনাইটেডের জয় পোক্ত হয় অতিরিক্ত সময়ে। ৫৪ মিনিটে লুইস ডাঙ্কের লাল কার্ডের কারণে ১০ জনের দলে পরিণত হওয়া ব্রাইটন ততক্ষণ পর্যন্ত সমানতালে লড়েছে স্বাগতিকদের সঙ্গে।
৯৭ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের গোলে তিন পয়েন্ট নিশ্চিত হয় ইউনাইটেডের।
এ জয়ে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ছাড়িয়ে টেবিলের ৪ নম্বরে উঠে এলো ম্যানচেস্টার ইউনাইটেড।
২৫ ম্যাচে ৪৩ পয়েন্ট সংগ্রহ করেছে ম্যান ইউ। সমান ম্যাচে ওয়েস্ট হ্যামের সংগ্রহ ৪১।
২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ম্যানচেস্টার সিটি।