সেনেগালকে আফ্রিকান নেশনস কাপ জিতিয়ে দেশটির মহানায়কে পরিণত হয়েছেন সাদিও মানে। ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় পার করছেন এই লিভারপুল ফুটবল তারকা। তার নামে দেশটির একটি স্টেডিয়ামের নামকরণ করতে চলেছে দেশটির সরকার।
বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সেদিউ প্রদেশের মেয়র আবদৌলায়ে ডিওপ।
তিনি বলেন, ‘সাদিও মানের এ সম্মান প্রাপ্য। তাকে স্বীকৃতি দিতে চাই। তাই তার নামে স্টেডিয়ামের নামকরণ করতে চাই।’
লিভারপুলের সতীর্থ মোহাম্মদ সালাহর দল মিশরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সেনেগাল। টাইব্রেকারে শেষ হওয়া ম্যাচটায় শেষ পেনাল্টি শটে গোল করে দলকে জয় উপহার দেন সাদিও মানে।
তিন গোল আর দুই অ্যাসিস্টে টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার বাগিয়ে নিয়েছেন মানে। আফ্রিকার বিশ্বকাপ খ্যাত এ ফুটবল টুর্নামেন্ট জেতার পর দেশটিতে এখনও চলছে উৎসব।
এমন খুশির মুহূর্তে দলের প্রত্যেক সদস্যের জন্য অর্থ পুরস্কারের সঙ্গে আবাসনের জন্য জমি উপহার দেয়ার ঘোষণা দেয় সেনেগালের সর্বোচ্চ ফুটবল সংস্থা।
পুরো দলকে ৮৭ হাজার ইউএস ডলারসহ প্রত্যেক সদস্যকে ডাকারে ২০০ স্কোয়ার মিটার জমি উপহার দেয়ার ঘোষণা দেয় সেনেগাল ফুটবল কর্তৃপক্ষ।