বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এমবাপের গোলে শেষ রক্ষা পিএসজির

  •    
  • ১২ ফেব্রুয়ারি, ২০২২ ০৯:১৭

মেসির বাড়ানো বল বাম দিকে পেয়ে নিচু শটে জালের ঠিকানা খুঁজে নেন এমবাপে। পুরো ম্যাচে কেবল এই একটি শটই লক্ষ্যে রাখতে পেরেছিল স্বাগতিকরা।

লিগ ওয়ানে রেনের বিপক্ষে ঘাম ঝরানো জয় পেয়েছে ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজি। ঘরের মাঠে কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের গোলে টানা ১৫ ম্যাচ অপরাজিত রইলো পিএসজি।

ঘরের মাঠে ম্যাচের সপ্তম মিনিটেই পিছিয়ে যেতে পারত পচেত্তেনির দল। কিন্তু বারপোস্টের নিচে কাইল নাভাস দুর্দান্ত দক্ষতায় ফরাসি মিডফিল্ডার বাজামা বোয়েজোর শট ফিরিয়ে বিপর্যয় সামাল দেন।

৩৪ মিনিটে এগিয়ে যাওয়ার বড় একটা সুযোগ এসেছিল স্বাগতিকদের। বাম দিক দিয়ে ডি-বক্সে ঢুকে রেনের ডিফেন্ডারকে কাটিয়ে এমবাপের নেয়া শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় হাতছাড়া হয় সে সুযোগ।

প্রথমার্ধের বিরতির ঠিক আগে লিড নেয়ার দ্বিতীয় সুযোগ হাতছাড়া হয় লিওনেল মেসির দলের। মার্কো ভেরাত্তির করা থ্রো থেকে এমবাপের করা নিচু শট রেনের ডিফেন্ডার ত্রাওরের পায়ের লেগে পোস্টে লাগায় গোলের দেখা পায়নি তারা।

৬২ মিনিটের মাথায় দুর্ভাগ্যবশত দারুণ এক সুযোগ হাতছাড়া হয় পিএসজির।

লিওনেল মেসির পাস বুঝে নিয়ে বক্সের দিকে এগিয়ে নেন ড্রাক্সলার। তার ফিরতি বাড়ানো বল ধরে ডি-বক্সে পেয়ে যান এমবাপে। সেই বল জালে জড়ালেও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।

ড্রয়ের দিকে যাওয়া ম্যাচে প্রাণ ফেরে দ্বিতীয়ার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে।

মেসির বাড়ানো বল বাম দিকে পেয়ে নিচু শটে জালের ঠিকানা খুঁজে নেন এমবাপে। পুরো ম্যাচে কেবল এই একটি শটই লক্ষ্যে রাখতে পেরেছিল স্বাগতিকরা।

শেষতক আর ম্যাচে ফিরতে পারেনি রেন, ১-০ ব্যবধানে হারকে সঙ্গি করেই মাঠ ছাড়তে হয় তাদের।

এই জয়ে টানা ১৫ ম্যাচ অপরাজিত রইল পিএসজি। ২৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে অবস্থান করছে দলটি টেবিলের শীর্ষে। ইতোমধ্যেই তারা চলে গেছে ধরা ছোঁয়ার বাহিরে।

এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্টে টেবিলের দুইয়ে আছে মার্সেই। তিনে থাকা নিসের পয়েন্ট ৪২।

এ বিভাগের আরো খবর