চলমান আইএসএসএফ (আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন) প্রাঁ-প্রিঁতে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ পদক পেলেন বাংলাদেশের নারী শুটার নাফিসা তাবাসসুম।
ইন্দোনেশিয়ার জাকার্তায় আন্তর্জাতিক শুটিং এ প্রতিযোগিতার ফাইনাল শেষে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন নাফিসা।
চলতি প্রতিযোগিতায় এটাই বাংলাদেশের প্রথম পদক।
ফাইনালে সবমিলে ৩৭ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতেন নাফিসা। ৪৫.৫ পয়েন্ট পেয়ে রৌপ্য জেতেন ইন্দোনেশিয়ার সালসাবেলা খাইরুন্নেসা। আর ৪৯ পেয়ে স্বর্ণ পদক জেতেন রোমানিয়ার লরা জর্জজেতা।
একই ইভেন্টে সেমি থেকে বাদ পড়েন বাংলাদেশের সাজিদা হক ও বাছাইপর্ব থেকে বাদ পড়েন আতকিয়া হাসান দিশা।
পুরুষদের ইভেন্টে ১০ মিটার এয়ার রাইফেলের সেমিফাইনাল থেকে বাদ পড়েন বাংলাদেশের শুটার শোভন চৌধুরী ও রাব্বি হাসান মুন্না।