বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সমালোচনার মুখে ভেন্যু বাড়াতে আগ্রহী বাফুফে

  •    
  • ৯ ফেব্রুয়ারি, ২০২২ ২১:২০

ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা কনভিন্সড। সব ভেন্যুর খোঁজ নিচ্ছি। আজকের মধ্যে সব ভেন্যুর ছবি চলে আসবে। পরের মিটিংয়ে পজিটিভ ফিডব্যাক পাই, তাহলে সাত ভেন্যুতে খেলা ফেরার সম্ভাবনা প্রবল।’

ভেন্যু নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের কাছে বসুন্ধরা কিংসের চিঠি, দেশের ক্রীড়া প্রতিমন্ত্রীর আক্রোশের পরপরই গা ঝাড়া দিয়ে উঠছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। চলমান প্রিমিয়ার লিগের ভেন্যু বাড়ানোর বিষয়ে আগ্রহ জানিয়েছে ফেডারেশন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার পেশাদার লিগ কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। এতে ক্লাব কর্মকর্তাদের উপস্থিতিতে ভেন্যুর সংখ্যা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।

প্রথমদিকে সাত ভেন্যুতে লিগের খেলা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল ফেডারেশন। পরে করোনা আর সমন্বয়হীনতায় ভেন্যুর সংখ্যা কমে চারে নামে। আরও কিছু জটিলতায় পরে আরেকটি ভেন্যু কমে আসে। শেষ মুহূর্তে বসুন্ধরা কিংসের এরেনা ভেন্যু বাতিল করে ঢাকার বাইরের দুটি ভেন্যুকে চূড়ান্ত করে ফেডারেশন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা কনভিন্সড। সব ভেন্যুর খোঁজ নিচ্ছি। আজকের মধ্যে সব ভেন্যুর ছবি চলে আসবে। পরের মিটিংয়ে পজিটিভ ফিডব্যাক পাই, তাহলে সাত ভেন্যুতে খেলা ফেরার সম্ভাবনা প্রবল।’

তবে সমস্যাটা লিগের পদ্ধতি নিয়ে। হোম অ্যান্ড অ্যাওয়ে থাকছে কি না সেটাই এখন চিন্তার বিষয়। এ বিষয়ে এখনই কিছু বলতে পারছে না বাফুফে।

সোহাগ বলেন, ‘হোম অ্যান্ড অ্যাওয়েতে যাব নাকি সব দলের জন্য সমবণ্টনের চেষ্টা করব, সে সিদ্ধান্ত এখনই নেয়া কঠিন। মিটিংয়ে বিষয়টি কনফার্ম হবে।’

তবে সাত ভেন্যুতে ফিরলে লিগের ফোর্থ রাউন্ডের আগে সবগুলোতে খেলানোর সুযোগ নেই বলে জানান এই বাফুফে কর্মকর্তা।

এদিকে দেশের ক্রীড়াপ্রতিমন্ত্রীর আক্রোশের পর টঙ্গী ভেন্যুতে চাপ কমছে বলে জানিয়েছে ফেডারেশন।

সোহাগের বলেন, ‘টঙ্গী ভেন্যু নিয়ে আর্চারির সঙ্গে আমাদের যে সমঝোতা হয়েছে। তাতে ২০ তারিখের পর ম্যাচের সংখ্যা কমিয়ে আনার কথা বলা হয়েছে। তা হবে চতুর্থ বা পঞ্চম রাউন্ডের পর।’

এ বিভাগের আরো খবর