বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পয়েন্ট ভাগাভাগি করল শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনী

  •    
  • ৯ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:০৬

১-১ গোলে ড্র হয় দুই দলের ম্যাচ। দুই প্রসিদ্ধ কোচ সাইফুল বারী টিটুর শেখ রাসেল ও মারুফুল হকের লড়াইয়ে শেষ পর্যন্ত জিত বা হার জয়নি কারও।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে দুই হেভিয়েট দল শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনীর মধ্যকার ম্যাচটি ড্রয়ে শেষ হয়েছে। গোলে প্রথমে এগিয়ে যায় শেখ রাসেল। পরে গোল করে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে বুধবার ১-১ গোলে শেষ হয় ম্যাচটি।

এ ম্যাচটা বিশেষভাবে গুরুত্ব ছিল দেশের দুই কোচের জন্য। দুই প্রসিদ্ধ কোচ সাইফুল বারী টিটুর শেখ রাসেল ও মারুফুল হকের লড়াইয়ে শেষ পর্যন্ত জিত বা হার জয়নি কারও।

ম্যাচের ২০ মিনিটের মাথায় লিড নেয় শেখ রাসেল। ইসমায়েল রোটির পাস থেকে বাঁ পায়ে দারুণ গোল করেন মোহাম্মদ জুয়েল। শেখ রাসেলে নাম লেখানোর পর জুয়েলের এটা প্রথম গোল।

জুয়েলের ঠিক ১৩ মিনিট পর সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। এবার সোহেল রানার পাস থেকে গোল করেন পিটার থ্যাংকগড।

চট্টগ্রাম আবাহনীর জার্সিতে টানা দ্বিতীয় ম্যাচেও গোল পেলেন এ নাইজেরিয়ান।

শেষ পর্যন্ত জয়সূচক গোলটি করতে পারেনি কোনও দল। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দল দুটি।

ড্রয়ে পয়েন্ট তালিকার তিনে নেমে এলো চট্টগ্রাম আবাহনী। ৪ পয়েন্ট তাদের ঝুলিতে। আর দুই ম্যাচে দুই ড্রয়ে শেখ রাসেল অবস্থান করছে সাতে।

এ বিভাগের আরো খবর