বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাকিস্তানের কোচিং প্যানেলে যুক্ত হলেন টেইট

  •    
  • ৯ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:৫৫

টেইট আপাতত এক বছরের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন। বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলিং কোচ হিসেবে কাজ করছেন সাবেক এ অজি ফাস্ট বোলার।

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলিং কোচ হিসেবে যোগ দিলেন শন টেইট। দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

টেইট আপাতত এক বছরের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন। বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলিং কোচ হিসেবে কাজ করছেন সাবেক এই অজি ফাস্ট বোলার।

পিসিবি জানিয়েছে, হেড কোচ হিসেবে সাকলাইন মুস্তাকের দায়িত্ব আরও এক বছর বাড়িয়েছে তারা। এ ছাড়া ব্যাটিং কোচ হিসেবে সাবেক মিডলঅর্ডার ব্যাটার মোহাম্মদ ইউসুফকে নিয়োগ দিয়েছে পিসিবি।

গত সেপ্টেম্বরে হেড কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের বিদায়ের পর ৫টি কোচিং পদের জন্য বিজ্ঞাপন দেয় পিসিবি। এগুলো হচ্ছে ন্যাশনাল হাই পারফরম্যান্স কোচ, ব্যাটিং, বোলিং, পাওয়ার হিটিং ও ফিল্ডিং কোচ।

এর মধ্যে শুধু টেইট ও ইউসুফকে পেয়েছে পিসিবি। টেইট পূর্ণ চুক্তি পেয়েছেন। ইউসুফ ও সাকলাইনকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে চুক্তিবদ্ধ করেছে বোর্ড।

টেইট-সাকলাইনের প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে মার্চের শুরুতে হতে যাওয়া অস্ট্রেলিয়া সিরিজ।

সিরিজের জন্য ১৬ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। সঙ্গে ঘোষণা করা হয়েছে ৫ জন রিজার্ভ খেলোয়াড়ের নাম।

হার্টে অস্ত্রোপচার করানো আবিদ আলির জায়গায় দলে ডাক পেয়েছেন শান মাসুদ। আর প্রথমবারের মতো টেস্ট দলে অন্তর্ভুক্ত হয়েছেন পেইসার হারিস রাউফ।

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আজহার আলি, ফাওয়াদ আলম, ফাহিম আশরাফ, হারিস রাউফ, হাসান আলি, ইমাম উল হক, মোহাম্মদ নাওয়াজ, নুমান আলি, সাজিদ খান, সাউদ শাকিল, শাহিন আফ্রিদি, শান মাসুদ ও জাহিদ মাহমুদ।

রিজার্ভ: কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সারফ্রাজ আহমেদ ও ইয়াসির শাহ।

এ বিভাগের আরো খবর