বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পেনাল্টি মিসের পর ইনজুরি টাইমে হার এড়াল আবাহনী

  •    
  • ৮ ফেব্রুয়ারি, ২০২২ ১৭:২৫

ঢাকা আবাহনীকে ১-১ গোলে রুখে দিয়েছে পুলিশ। এ ড্রয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে হোঁচট খেল মারিও লেমসের আবাহনী। গেল চারবারের দেখায় প্রথমবার পুলিশের সঙ্গে ড্র করল আকাশি-নীল জার্সিধারীরা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে হারতে হারতে বেঁচে গেল আবাহনী। বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে এক গোলে পিছিয়ে থেকে ইনজুরি টাইমে গোল পরিশোধ করে হার এড়িয়েছে ধানমন্ডির জায়ান্টরা।

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে ঢাকা আবাহনীকে ১-১ গোলে রুখে দিয়েছে পুলিশ।

এ ড্রয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে হোঁচট খেল মারিও লেমসের আবাহনী। গেল চারবারের দেখায় প্রথমবার পুলিশের সঙ্গে ড্র করল আকাশি-নীল জার্সিধারীরা।

ম্যাচের শুরু থেকে দুই দল সমানতালে খেলতে থাকে। লিড নেয়ার প্রথম সুবর্ণ সুযোগটি পায় আবাহনী। ম্যাচের ৪৩ মিনিটে পেনাল্টি মিস করে বসেন ফরোয়ার্ড ডরিয়েল্টন।

প্রথমার্ধে ‍লিড নেয়ার দারুণ সুযোগটা হাতছাড়া করার পর দ্বিতীয়ার্ধে পুলিশের কাছে গোল হজম করে বসে আবাহনী।

এক ব্রাজিলিয়ানের পেনাল্টি মিসের দিনে আরেক ব্রাজিলিয়ান ডেনিলসন গোল করে পুলিশকে লিড এনে দেন।

এই গোলে যখন পুলিশ জয়ের সুবাতাস খুঁজছিল, ইনজুরি টাইমে গোল করে পেনাল্টি মিসের শাপমোচন করেন আবাহনীর ফরোয়ার্ড ডরিয়েল্টন। কলিনদ্রেসের বাড়িয়ে দেয়া ক্রস থেকে হেডে লিগে নিজের দ্বিতীয় গোলটি করেন এ ব্রাজিলিয়ান।

শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে ধানমন্ডির জায়ান্টরা। শেষ পর্যন্ত চমক আর হয়নি। এক পয়েন্ট করে ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

ড্রয়ে চার পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আবাহনী। ১ পয়েন্ট নিয়ে নয়ে বাংলাদেশ পুলিশ।

এ বিভাগের আরো খবর