টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরেছে বসুন্ধরা কিংস। নিজেদের দ্বিতীয় ম্যাচে উত্তর বারিধারাকে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার বারিধারাকে ১-০ ব্যবধানে হারিয়েছে অস্কার ব্রুজনের বাহিনী।
লিগের শুরুটা কিংস করে হার দিয়ে। প্রথম ম্যাচে তারা হারে লিগে নতুন আসা দল স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে। এ দিকে হার দিয়ে লিগ শুরু করে উত্তর বারিধারাও। শেখ জামালের কাছে হেরেছিল তারা।
প্রথম জয়ের খোঁজে নেমে আধিপত্য নিয়ে খেলতে থাকে কিংস। মাঝে-মধ্যে বেশ বিপদজনক মনে হয় বারিধারাকেও।
ম্যাচের ঠিক ২৭ মিনিটে দারুণ একটি সুযোগ হাতছাড়া করে বারিধারা। মিডফিল্ডার পাপন সিংহের দারুণ এক পাস থেকে লোভনীয় সুযোগ পান ফরোয়ার্ড আরিফ। শট নেয়ার আগেই তা বিপদমুক্ত করেন কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।
এখান থেকেই পাল্টা আক্রমণে গোল করে ফেলে বসুন্ধরা কিংস। ডি-বক্সের ডান প্রান্ত থেকে ইব্রাহিমের দেয়া ক্রসটা হেডে বল জালে জড়িয়ে কাঙ্ক্ষিত লিড এনে দেন স্টোয়ান ভ্রানিয়েস। লিগে এটা বসনিয়ার এ ফরোয়ার্ডের প্রথম গোল।
ম্যাচে ফিরতে মরিয়া বারিধারা বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোল শোধ করতে সক্ষম হয়নি। এক হালিরও বেশি গোল মিস করেন বারিধারার আরিফ। অন্যদিকে ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি কিংসেরও।
ওই একমাত্র গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রুজনের বাহিনী। লিগে প্রথম জয়ে পয়েন্ট টেবিলের উপরে ওঠে এসেছে কিংস। তিন পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে ছয়ে।