জামাল ভূঁইয়া, তারিক কাজী ও রাহবার খানদের উত্তরসূরি হিসেবে বাংলাদেশ ফুটবলে যোগ হয়েছেন আরেক প্রবাসী ফুটবলার স্যামুয়েল এলহাজ হাডসন। ঘরোয়া ফুটবলের অন্যতম শীর্ষ দল সাইফ স্পোর্টিং ক্লাবে চুক্তিবদ্ধ হয়েছেন ইংল্যান্ডে জন্ম নেয়া বাংলাদেশি বংশোদ্ভূত এ প্রবাসী ফুটবলার।
আনুষ্ঠানিকভাবে সোমবার তার সঙ্গে চুক্তি সেরেছে সাইফ এসসি।
ক্লাবের পক্ষে চুক্তি স্বাক্ষর সম্পাদন করেন ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ ক্লাবের অন্য কর্মকর্তারা।
২০২৫ সাল পর্যন্ত চার বছরের জন্য হাডসনকে চুক্তিবদ্ধ করেছে সাইফ। চলমান প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে খেলতে পারবেন এ মিডফিল্ডার।
গত বছর লিগ শুরু হওয়ার আগে সাইফের হয়ে ট্রায়াল দিতে ঢাকায় আসেন হাডসন। ক্যাম্পে ছিলেন ১৫-২০ দিনের মতো। পরে পাসপোর্ট, ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ইংল্যান্ডে ফিরে যান তিনি।
সাইফ জানিয়েছে, পাসপোর্ট হাতে পেয়েছেন তিনি। পুরোনো ক্লাবের ছাড়পত্রসহ প্রয়োজনীয় সব কাগজপত্রের কাজও শেষ হয়েছে তার।
এ ব্যাপারে সাইফের মিডিয়া ম্যানেজার সাইফ মাহবুব নিউজবাংলাকে বলেন, ‘চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে হাডসন। দলের সঙ্গে থাকবে। প্রস্তুত হবে লিগের জন্য। দ্বিতীয় পর্বে খেলবে।’
সবশেষ ইংল্যান্ডের ক্লাব সিলসডেনে খেলছেন স্যামুয়েল হাডসন। দেশটির সেমি প্রফেশনাল লিগ নর্দার্ন কাউন্টির ইস্ট ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলে দলটি।
সিলসডেন মূলত ইংল্যান্ডের পশ্চিম ইয়ের্কশায়ার শহরের একটি ক্লাব। প্রিমিয়ার ডিভিশনে খেলে তারা। ২০০৪-০৫ মৌসুমে এফ এ কাপের প্রথম বাছাই পর্বেও খেলেছে দলটি।
দলের মাঝমাঠে খেলতে পছন্দ করেন হাডসন। ১৯ বছর বয়সী এ ফুটবলারের পছন্দের জায়গা হোল্ডিং মিডফিল্ড।
ক্লাবে দেশের ফুটবলের পোস্টার বয় ও প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়াকে সতীর্থ হিসেবে পাচ্ছেন তিনি।