বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঝুঁকি এড়াতে বিপিএলে আর খেলছেন না তাসকিন

  •    
  • ৭ ফেব্রুয়ারি, ২০২২ ১৫:৩১

সামনে আফগানিস্তান সিরিজ থাকায় তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না সিলেট। তাকে বিশ্রামে রেখে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।

সিলেট সানরাইজার্সের পেইসার তাসকিন আহমেদের জন্য এবারের বিপিএল টুর্নামেন্ট শেষ হয়ে গেছে। পিঠের চোটের কারণে আর মাঠে নামতে পারছেন না জাতীয় দলের এ তারকা।

সামনে আফগানিস্তান সিরিজ থাকায় তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না সিলেট। তাকে বিশ্রামে রেখে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।

সোমবার দলের পক্ষ থেকে জানানো হয় তাসকিন আর খেলছেন না। তার জায়গায় দলের ডাকা হয়েছে আরেক পেইসার একেএস স্বাধীনকে।

চট্টগ্রাম পর্বের শেষে তাসকিন তার পিঠে ব্যাথা সম্বন্ধে দলকে জানান। এরপর রোববার এমআরআই করে দেখা যায় পুরনো চোট ফিরে এসেছে। সঙ্গে সঙ্গেই দল তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেয়।

সোমবার সিলেটের ফিজিও জয় সাহা সংবাদমাধ্যমকে জানান, ‘তাসকিন এখন আগের চেয়ে অনেকটা সুস্থ। পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যেই আছে। তাকে নিয়ে আমরা বেশী পরীক্ষা-নিরীক্ষা করতে পারছি না কারণ সামনে আফগানিস্তান সিরিজ আছে। সেখানে তাকে খেলতে হবে।এখন তাকে নিয়ে ঝুঁকি নিলে আফগানিস্তান সিরিজের আগে তার চোট ফিরে আসতে পারে। যে কারণে তাকে এ টুর্নামেন্টে না খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

এবারের টুর্নামেন্টে চার ম্যাচ খেলে তাসকিন ৮.৯২ গড়ে ৫টি উইকেট নিয়েছেন।

এ বিভাগের আরো খবর