অনেক সমালোচনা শুনতে হচ্ছিল তাকে। গত আগস্টে পিএসজিতে যোগ দেয়ার পর থেকে ১১টি লিগ ম্যাচে মাত্র এক গোল এসেছে তার পা থেকে। ফলে আবারও ওঠে ফুরিয়ে গেছেন রব।এমনকি রেকর্ড সপ্তম ব্যালন ডর জয়ের পরও সমালোচকদের মুখ বন্ধ করাতে পারছিলেন না।
অবশেষে নতুন ক্লাবের হয়ে লিগে পুরোনো চেহারায় ফিরলেন লিওনেল মেসি। তার অনবদ্য পারফরম্যান্সে ফ্রেঞ্চ লিগ ওয়ানের চ্যাম্পিয়ন লিলকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
দলের বড় জয়ে এক গোল ও এক অ্যাসিস্ট মেসির। আর পুরো মৌসুমের মতো খেলার রাশ টেনেছেন এই খুদে জাদুকরই। সব মিলিয়ে বছরের সেরা পারফরম্যান্স এসেছে তার পা থেকে।
দানিলো পেরেরা, প্রেসনেল কিম্পপেম্বে ও মেসির গোলে প্রথমার্ধেই ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ফরাসি জায়ান্টরা। নিজ মাঠে লিলের হয়ে সান্ত্বনার গোল আসে এসভেন বোটমানের পা থেকে।
কিমপেম্বের গোলে সরাসরি অ্যাসিস্ট ছিল মেসির।
দ্বিতীয়ার্ধে আরও একটি গোল আদায় করে নেন দানিলো। আর দলের বড় জয়ে শেষ গোলটি করেন কিলিয়ান এমবাপে।
সব মিলিয়ে চ্যাম্পিয়নদের উড়িয়ে দারুণভাবে গত মৌসুমে শিরোপা হারানোর প্রতিশোধটা নিল পিএসজি।
ম্যাচ শেষে অবশ্য সব আলোচনা ছিল মেসিকে ঘিরেই। তবে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো জানান যে মেসির সামর্থ্য নিয়ে তার কখনই কোনো শঙ্কা ছিল না। তিনি জানতেন সর্বকালের সেরা খেলোয়াড় ঠিকই লিগে জ্বলে উঠবেন।
পচেত্তিনো সোমবার ভোরে সংবাদমাধ্যমকে বলেন, ‘মেসিকে নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। সে বিশ্বের সেরা ফুটবলার। আজকে সে অসাধারণ খেলেছে। আমি তার পারফরম্যান্সে খুবই সন্তুষ্ট।’
বড় জয়ে টেবিলের শীর্ষস্থান আরেকটু মজবুত করল পিএসজি। ২৩ ম্যাচে তাদের সংগ্রহ ৫৬ পয়েন্ট।
দুইয়ে থাকা মার্শেইর চেয়ে তারা এগিয়ে ১৩ পয়েন্টে।
সামনের সপ্তাহটা গুরুত্বপূর্ণ মেসির দলের জন্য। শনিবার রেসের বিপক্ষে খেলার পর বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে প্যারিসিয়ানরা।