‘নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া’ খ্যাত ভারতীয় কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্বজুড়ে। সেই শোক ছড়িয়ে পড়েছে ক্রিকেটাঙ্গনেও। বাংলাদেশ, ভারতের পর এবারে পাকিস্তানি ক্রিকেটাররাও শোক প্রকাশ করলেন কিংবদন্তি এই সংগীত শিল্পীর মৃত্যুতে।
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম লতাকে শ্রদ্ধা জানিয়ে টুইটারে লেখেন, ‘এক সোনালী যুগের অবসান। তাঁর জাদুময় কণ্ঠস্বর এবং উত্তরাধিকার বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। এক অতুলনীয় আইকন! শান্তিতে থাকুন লতা মঙ্গেশকরজি।’
বাবর আজমের পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রামিজ রাজা টুইটারে লেখেন, ‘লতা মঙ্গেশকর ছিলেন করুণা, নম্রতা এবং সরলতার প্রতীক এবং সেইজন্য তিনি মহান… সবাই তাঁর থেকে শিক্ষা নিতে পারে। কিশোর কুমারের পর এখন তাঁর মৃত্যুতে আমার হৃদয় ভেঙে গিয়েছে!’
সাবেক পাক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজও লতার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন। তিনি টুইটারে লেখেন, ‘*মেরি আওয়াজ হি পেহচান হ্যায়* শান্তিতে থাকুন লতা মঙ্গেশকর।’
লতা মঙ্গেশকর কে স্মরণ করে পাক বোলার হাসান আলি টুইটারে লেখেন, ‘শান্তিতে থাকুন লতা মঙ্গেশকর।’