বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোহামেডান-শেখ রাসেল ম্যাচের নায়ক যখন ‘লাল কার্ড’

  •    
  • ৫ ফেব্রুয়ারি, ২০২২ ১৭:৪০

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শনিবার বিপিএল আসরে নিজেদের প্রথম ম্যাচে শেখ রাসেলের মুখোমুখি হয় মোহামেডান। নির্ধারিত সময় শেষে ম্যাচটা শেষ হয় ১-১ স্কোরে।

চলমান টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে দুই হেভিওয়েট মোহামেডান ও শেখ রাসেলের ম্যাচে উত্তাপ ছড়াল ‘লাল কার্ড’। দুই লাল কার্ডের ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শনিবার বিপিএল আসরে নিজেদের প্রথম ম্যাচে শেখ রাসেলের মুখোমুখি হয় মোহামেডান। নির্ধারিত সময় শেষে ম্যাচটা শেষ হয় ১-১ স্কোরে।

বিপিএলের ইতিহাসে কোনো শিরোপা না পাওয়া মোহামেডান এবার তরুণ দল গড়ে মাঠে নামে। প্রথম ম্যাচেই তারা মুখোমুখি হয় ২০১২-১৩ মৌসুমে ট্রেবলজয়ী শেখ রাসেলের বিপক্ষে।

জাতীয় দলের একাধিক তারকা ফুটবলার নিয়ে গড়া শেখ রাসেল ম্যাচের শুরুতেই হোঁচট খায় মোহামেডানের আক্রমণে।

ম্যাচের ২৩ মিনিটের মাথায় গোল করে লিড নেয় মোহামেডান। আসিফের বাড়ানো বলটা হেডে জালে জড়ান সুলেমান দিয়াবাতে। বলটি ঢোকার সময় হাত দিয়ে ক্লিয়ার করতে চান শেখ রাসেলের উইঙ্গার সাদ উদ্দীন। এতে প্রিমিয়ার লিগের ৫ মৌসুমে প্রথমবার লাল কার্ড দেখেন তিনি।

গোল ঘোষণার পর সাদকে লাল কার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় শেখ রাসেল।

দ্বিতীয়ার্ধে আরেকটি ‘লাল কার্ড’ কাণ্ড হাজির। ম্যাচের ৬৭ মিনিটে এবার মাথায় পা তুলে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান। লাল কার্ড দেখেন সাদা-কালো বাহিনীর রাইটব্যাক মাসুদ রানা।

এর মধ্য দিয়েও ম্যাচের ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারত মোহামেডান। গোলকিপার রানা ডি-বক্স ছেড়ে এগিয়ে এসে বল হেড করলে ফাঁকা পোস্টের সামনে বল পেয়ে যান জাফর ইকবাল। খালি পোস্টেও জালে বল জড়ানো সম্ভব হয়নি মোহামেডানের এ উইঙ্গারের।

ম্যাচের ৮২ মিনিটে ম্যাচে ফেরার ভালো একটা সুযোগ নষ্ট করে শেখ রাসেল। আখমাতভের থ্রু পাসে ডি-বক্সের ভেতর থেকে গোলকিপার সুজনকে একা পেয়েও গোল করা সম্ভব হয়নি রাসেলের ফরোয়ার্ড ইসমায়েল রুটির।

পরে ম্যাচের ৮৪ মিনিটে আখমাতভের গোলে সমতায় শেখ রাসেল। রহমত মিয়ার বাড়িয়ে দেয়া পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান শেখ রাসেলের ডিফেন্ডার আখমাতভ।

শেষ পর্যন্ত ১-১ স্কোর নিয়ে ম্যাচ শেষ হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

এ বিভাগের আরো খবর