দলকে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ জিতিয়ে অস্ট্রেলিয়ার হেড কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন জাস্টিন ল্যাঙ্গার।
তার চুক্তি শেষ হওয়ার কথা ছিল আগামী জুনে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, অল্পদিনের চুক্তি নবায়নকে প্রত্যাখান করেন ল্যাঙ্গার।
বল টেম্পারিং অধ্যায়ের পর ২০১৮ সালে অস্ট্রেলিয়ার দায়িত্ব নেন তিনি। চার বছরে ল্যাঙ্গারের অধীনে দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট জেতে অজিরা।
ল্যাঙ্গারের ম্যানেজমেন্ট টিম জানায়, তার পদত্যাগ ‘অবিলম্বে কার্যকর’ হয়েছে, তিনি অস্ট্রেলিয়ার হেড কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন কিনা তা নিয়ে কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন তিনি।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের প্রধান নিক হকলি বলেন, ‘আমরা স্বাভাবিকভাবেই হতাশ জাস্টিন কোচ হিসাবে দায়িত্ব চালিয়ে যাচ্ছেন না। তবে তার সিদ্ধান্তকে সম্মান করি এবং ভবিষ্যতে তার জন্য শুভ কামনা জানাই।
‘গত চার বছরে জাস্টিন অস্ট্রেলিয়ান পুরুষ দলের একজন অসামান্য কোচ। তিনি দলের প্রতি আস্থা ফিরিয়ে এনেছেন।’
ল্যাঙ্গারের ম্যানেজার জেমস হেন্ডারসন টুইট করেন, ‘একজন খেলোয়াড় হিসেবে জাস্টিন ৫-০ ব্যবধানে অ্যাশেজ জিতেছিলেন। এবার কোচ হিসেবেও জেতেন।’
তার অবর্তমানে সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়া। অ্যান্ড্রুর অধীনে অজিরা দুই দশকে প্রথমবার পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে।
আগামী মার্চে পাকিস্তানের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এ সময় তিন টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দল দুটি।