বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যেকার সীমিত ওভারের সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৩ ফেব্রুয়ারি ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দুই দলের সিরিজ।
সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। ওয়ানডে ম্যাচগুলো শুরু হচ্ছে সকাল ১১টায়।
২৩ ফেব্রুয়ারি শুরু হওয়ার পর দ্বিতীয় ম্যাচ ২৫ ফেব্রুয়ারি ও তৃতীয় ও শেষ ওয়ানডে ২৮ ফেব্রুয়ারি।
এর পর দুই দল ঢাকায় আসবে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৩ মার্চ, দ্বিতীয় টি-টোয়েন্টি ৫ মার্চ।
দুটি ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে দুপুর ৩টায়।
আফগানিস্তান দল ঢাকা আসছে ১২ ফেব্রুয়ারি। ঢাকা থেকে সরাসরি তারা চলে যাবে সিলেট।
সেখানে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প শেষে রাশিদ খানের স্কোয়াড যাবে চট্টগ্রাম।