টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম দিনে জয় তুলে নিয়েছে শেখ জামাল। উত্তর বারিধারাকে হারিয়ে লিগের মিশন শুরু করেছে ধানমন্ডির জায়ান্টরা।
মুন্সিগঞ্জের শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের বৃহস্পতিবার লিগের দ্বিতীয় ম্যাচে উত্তর বারিধারাকে ২-১ গোলে হারায় হুয়ান মার্তিনেসের দল শেখ জামাল।
ম্যাচের শুরু থেকে আধিপত্য নিয়ে খেলতে থাকে শেখ জামাল। শুরুতে লিড নিয়ে ফেলে দলটি। ম্যাচের ১১ মিনিটে চিনেদু ম্যাথিউয়ের দূরপাল্লার শট প্রথমবারে রুখে দেন সাইফুল ইসলাম খান। ফিরতি শটে বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন শেখ জামালের ফরোয়ার্ড সুলেমান সিল্লাহ।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আরেকটি গোলে ব্যবধান দ্বিগুণ করে হলুদ জার্সিধারীরা। এবার অধিনায়ক সলোমন কনফর্মের পাস থেকে গোল করেন চট্টগ্রাম আবাহনী থেকে শেখ জামালে নাম লেখানো ফুটবলার চিনেদু ম্যাথিউ।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে উত্তর বারিধারা। পেনাল্টি থেকে দলকে ব্যবধান কমানো গোলটি এনে দেন বারিধারার উজবেক মিডফিল্ডার ইয়েভজেনি কচনেভ।
শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া হয়নি বারিধারার। পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে ম্যাচ শেষ করে শেখ জামাল।