বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চ্যাম্পিয়ন বসুন্ধরাকে মাটিতে নামাল স্বাধীনতা

  •    
  • ৩ ফেব্রুয়ারি, ২০২২ ১৭:১৯

লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়েছে লিগে নবাগত স্বাধীনতা কেএস। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকালে বসুন্ধরা কিংসকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা।

সকল নাটক শেষে মাঠে গড়িয়েছে প্রিমিয়ার লিগের ফুটবল। প্রথম দিনেই চমক উপহার দিল স্বাধীনতা ক্রীড়া সংঘ। লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়ে দিয়েছে লিগে নবাগত দলটি।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকালে বসুন্ধরা কিংসকে ২-১ ব্যবধানে হারিয়েছে স্বাধীনতা কেএস।

হ্যাটট্রিক লিগ শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল বসুন্ধরা কিংস। তবে হেড কোচ অস্কার ব্রুজনকে ছাড়াই লিগের প্রথম ম্যাচের চ্যালেঞ্জে নামে কিংস।স্বাধীনতা ও ফেডারেশন কাপে ঝলক দেখানো নবাগত ক্লাব স্বাধীনতা কেএস নামে চমক অব্যাহত রাখার মিশনে। মাঠে সেটাই প্রমাণ করল মাসুদ আলম জাহাঙ্গীরের দল স্বাধীনতা।

ম্যাচের ঠিক ২২ মিনিটে কিংসের বিপক্ষে বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। নেদো তুর্কভিচের ক্রস কিংসের মিডফিল্ডার আতিকুর রহমানের হাতের ওপরে লাগলে পেনাল্টির সিদ্ধান্ত দেন লাইন্সম্যান।

পরে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে নেদো তুর্কভিচ। এক গোলের অস্বস্তি নিয়ে বিরতিতে যায় কিংস।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একটা ধাক্কা খায় কিংস। এবার জিল্লুর-নেদোর ওয়ান-টু-ওয়ানে বল পেয়ে ডি-বক্সের ভেতর থেকে দলকে দুই গোলে এগিয়ে দেন ফরোয়ার্ড রাসেল আহমেদ।

দুই গোলে পিছিয়ে পড়ে মরিয়া কিংস লাগাতার আক্রমণ সাজায়। আর রক্ষণ সামলানো শুরু করে স্বাধীনতা। স্কোয়াডে বদলি নিয়ে আসে কিংস। তারই সুফল হাতে-নাতে পায় দলটি।

ম্যাচের ৭৩ মিনিটে বদলি হিসেবে নামা ইয়াসিন আরাফাতের ক্রস থেকে হেডে বল জালে জড়ান আরেক বদলি খেলোয়াড় তৌহিদুল আলম সুবজ। তার গোলে ম্যাচের স্কোর দাঁড়ায় ২-১।

তবে শেষ পর্যন্ত পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া সম্ভব হয়নি কিংসের। লিগের প্রথম ম্যাচে কিংসকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে উল্লাসে মাতে স্বাধীনতা।

এ বিভাগের আরো খবর