সৌম্য সরকার ও আন্ড্রে ফ্লেচারের দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেট সানরাইজার্সকে ৯ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। সিলেটের দেয়া ১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সৌম্যের ৩১ বলে ৪৩ ও ফ্লেচারের অপরাজিত ৪৭ বলে ৭১ রানের টর্নেডো ইনিংসে ৯ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা।
চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে খুলনাকে দারুণ শুরু এনে দেন ওপেনার ফ্লেচার ও সৌম্য। ওপেনিং জুটিতে যোগ করেন ৯৯ রান।
শতরানের জুটি থেকে এক রান দূরে থাকতে নাজমুল ইসলামের শিকার হয়ে ফেরেন সৌম্য।
বাকি কাজটা সারেন ফ্লেচার ও থিসারা পেরেরা মিলে। ফ্লেচারের ৪৭ বলে অপরাজিত ৭১ ও পেরেরার ৯ বলে ২২ রানের ঝড়ো ইনিংসের সাহায্যে ৯ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা।
এর আগে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা। ব্যাট করতে নেমে দলীয় ৩৪ রানে তিন উইকেট হারায় সিলেট। দুই ওপেনার লেন্ডল সিমন্স ও আনামুল হক ফেরেন যথাক্রমে ৬ ও ৪ রানে।
বিধ্বংসী হয়ে ওঠার আগেই নাবিল সামাদ ২ রানে থামিয়ে দেন কলিন ইনগ্রামকে।
ব্যাটিং বিপর্যয়ে পড়া সিলেটের হয়ে এ সময় ত্রাতা হিসেবে আবির্ভূত হন মোহাম্মদ মিঠুন। মোসাদ্দেক সৈকতকে সঙ্গে নিয়ে ২২ গজে তোলেন ঝড়। দুজনে মিলে ৬৮ রানের জুটি গড়ে সামাল দেন পরিস্থিতি।
৩০ বলে ৩৪ করে সৈকত থামলেও ব্যাট চালাতে থাকেন মিঠুন। তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। সেই সঙ্গে বাড়ান রানের গতি।
৫১ বলে ৭২ করে সৌম্যের শিকার বনে থামতে হয় তাকে। ততক্ষণে দল পৌঁছে গেছে সুবিধাজনক অবস্থানে।
শেষতক ৫ উইকেট হারিয়ে ১৪২ রানের পুঁজি পায় সিলেট।
খুলনার হয়ে দুটি উইকেট নেন খালেদ আহমেদ। একটি করে উইকেট যায় নাবিল সামাদ, কামরুল ইসলাম রাব্বি ও সৌম্য সরকারের ঝুলিতে।