কাতার বিশ্বকাপ ২০২২-এর চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করে ফেলেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে এখনও নিশ্চিত হয়নি পর্তুগালের। ক্রিস্টিয়ানো রোনালডোর দলকে ইতালির বাধা টপকে সুযোগ করে নিতে হবে বিশ্বকাপে।
বিশ্বকাপে এ দুই মহাতারকা থাকুন বা না থাকুন, বিশ্বকাপের আগে তাদের দ্বৈরথ দেখার সুযোগ মিলছে ফুটবল ভক্তদের।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন নিজেদের প্রতিপক্ষের নাম ঘোষণা করেছে। হেড কোচ লিওনেল স্কালোনির চাহিদা অনুযায়ী সব ম্যাচ ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
এর মধ্যে রয়েছে বিশ্বের ১ নম্বর র্যাঙ্কিংয়ের দল বেলজিয়াম, ইউরো সেমিফাইনালিস্ট ডেনমার্ক ও রোনালডোর পর্তুগাল।
বিশ্বকাপের আগে জুনে ইতালির বিপক্ষে বিশেষ ‘কোপা ইউরো-আমেরিকা’ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন ইতালির মধ্যে এ বিশেষ ম্যাচ আয়োজন করছে ফিফা।
মেসিদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হবে ওই ম্যাচ দিয়েই। এরপর তারা একে একে খেলবে পর্তুগাল, ডেনমার্ক ও বেলজিয়ামের বিপক্ষে।
প্রতিপক্ষ নিশ্চিত হলেও এখনও নিশ্চিত নয় ম্যাচের সূচি ও ভেন্যু। বিশ্বকাপ বাছাইপর্বের শেষে সূচি ঘোষণা করবে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন।