এখন আর ভারতের অধিনায়ক নন ভিরাট কোহলি। গত বছর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়েন তিনি। তার কিছুদিন পর কোহলিকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়। এ বছর টেস্ট অধিনায়কের দায়িত্ব নিজে ছেড়ে দেন কোহলি।তবে ভারতের অধিনায়ক না থাকলেও এখনও নিজেকে দলের নেতাই ভাবেন কোহলি। তার মতে, নেতা হওয়ার জন্য অধিনায়ক হতে হয় না। ব্যাটার হিসেবেও দলের নেতা হওয়া যায়।ভারতের এক অনলাইন অনুষ্ঠানে কোহলি বলেন, ‘সব কিছুর একটা মেয়াদ ও সময় থাকে। সে বিষয়ে অবগত থাকতে হবে। এটা খুব ভালো করে বুঝে নিতে হবে যে, আমি কি অর্জন করতে চাইছি। সেই টার্গেট পূরণ করতে পেরেছি কি না।’তিনি আরও বলেন, ‘একজন ব্যাটার হিসেবে আমি দলে অনেক বেশি দিতে পারি। সেটা নিয়ে গর্ব করা যায়। নেতা হওয়ার জন্য অধিনায়ক হতে হয় না।’মহেন্দ্র সিং ধোনির কাছ থেকেই প্রথমে টেস্ট ও পরে ওয়ানডের অধিনায়কত্ব পান কোহলি। অধিনায়ক হওয়ার পরও ধোনির কাছ থেকে পরামর্শ নিয়েছেন জানান কোহলি।তিনি বলেন, ‘যখন ধোনি সাধারণ ক্রিকেটার হিসেবে দলে ছিল, তখন এমন নয় যে সে নেতা ছিল না। তার কাছ থেকে প্রত্যেক মুহূর্তে আমরা বিভিন্ন পরামর্শ নিতাম। প্রতিদিন উন্নতি করা, ক্রমাগত উৎকর্ষের দিকে এগিয়ে যাওয়া, এটা স্বল্প মেয়াদে হয় না।’সদ্যই সাউথ আফ্রিকার মাটিতে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। সিরিজ হারে সমালোচনার মুখে টিম ইন্ডিয়া। তবে ভারত দ্রুত ঘুরে দাঁড়াবে বলে মনে করেন কোহলি। কিন্তু এখনও সাদা বলের ফরম্যাটে কোহলির উত্তরসূরি ঘোষণা করেনি বোর্ড।কোহলি বলেন, ‘এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেতৃত্বের অংশ। এটি করার জন্য সঠিক সময় বোঝা দরকার। এটি বোঝার জন্য পরিবেশের একটি ভিন্ন দিকনির্দেশের প্রয়োজন হতে পারে। একই সংস্কৃতি, তবে মানুষকে ভিন্নভাবে উৎসাহিত করার জন্য ভিন্ন ধারণার প্রয়োজন।’কোহলির নেতৃত্বে ভারত ৬৮টি টেস্টে ৪০টি জয়, ৯৫ ওয়ানডেতে ৬৫টি জয় ও ৫০টি টি-টোয়েন্টিতে ৩০টি জয় পেয়েছে।
ধোনির কাছে সবসময় পরামর্শ নিতেন কোহলি
মহেন্দ্র সিং ধোনির কাছ থেকেই প্রথমে টেস্ট ও পরে ওয়ানডের অধিনায়কত্ব পান কোহলি। অধিনায়ক হওয়ার পরও ধোনির কাছ থেকে পরামর্শ নিয়েছেন বলে জানান কোহলি।
-
ট্যাগ:
- ভারতীয় ক্রিকেট দল
এ বিভাগের আরো খবর/p>