বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ইনজুরি টাইমে’ ধারে আর্সেনাল থেকে বার্সায় অবামেয়াং

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ ফেব্রুয়ারি, ২০২২ ১২:১০

অবামেয়াং বার্সায় আসছেন ফ্রি এজেন্ট হিসেবে। দল বদলের শেষ দিন গ্যাবনিজ এই ফুটবলারের সঙ্গে চার বছরের সম্পর্ক ছিন্ন করে আর্সেনাল। ফলে ফ্রি এজেন্টে পরিণত হন তিনি। 

গুঞ্জনটা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে তা পরিণত হতে যাচ্ছে সত্যে। আর্সেনালের সঙ্গে চার বছরের সম্পর্ক ছিন্ন হওয়ায় বার্সেলোনায় যাচ্ছেন পিয়েরে এমেরিক অবামেয়াং।

গ্রীষ্মকালীন দল বদলের সময়সীমার শেষ দিন অবামেয়াংকে দলে টেনেছে স্প্যানিশ জায়ান্টরা। সবকিছু ঠিক থাকলে দুই-এক দিনের ভেতর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বার্সা, এমনটাই জানানো হচ্ছে সংবাদমাধ্যমগুলোতে।

ইউরোপিয়ান ট্র্যানসফার বিশেষজ্ঞ ফাব্রিজিয়ো রোমানো নিশ্চিত করেছেন যে, আপাতত ধারে বার্সায় যাচ্ছেন এ স্ট্রাইকার। মৌসুম শেষে পাকাপাকি তাকে দলে অন্তর্ভুক্ত করতে পারবে চাভি এর্নান্দেসের দল।

অবামেয়াং বার্সায় আসছেন ফ্রি এজেন্ট হিসেবে। দল বদলের শেষ দিন গ্যাবনিজ এই ফুটবলারের সঙ্গে চার বছরের সম্পর্ক ছিন্ন করে আর্সেনাল। ফলে ফ্রি এজেন্টে পরিণত হন তিনি।

তাকে দলে টানতে বেশ নাটকের জন্ম দিয়েছিল বার্সা। গত সোমবার স্পেনের সংবাদমাধ্যমে প্রচার করা হয়েছিল, আর্থিক অবস্থার কারণে তাকে দলে ভেড়াতে পারছে না কাতালানরা।

একই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বার্সা সভাপতি লাপোর্তা বলেন, ‘আমাদের মনে হচ্ছে তাকে দলে নিতে পারব।’

সে থেকে শুরু হয় গুঞ্জনের। কখনো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল দলে টানার। আবার কখনো মনে হয়েছিল বার্সা আবামেয়াংকে দলে নিতে পারবে না।

তবে দল বদলের একেবারে শেষ দিকে এসে খবর আসে, অবামেয়াংকে দলে ভেড়ানো হয়ে গেছে বার্সার, এখন অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।

এ বিভাগের আরো খবর