বার্সেলোনায় ফিরছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্সের ফুটবলার আডামা ট্রাওরে। বার্সার একাডেমি লা মাসিয়ায় বেড়ে ওঠা এ স্প্যানিয়ার্ডের সঙ্গে চুক্তি করেছে কাতালান জায়ান্টরা।
ইতোমধ্যে বার্সার মেডিক্যাল কার্যক্রমও শেষ করে ফেলেছেন স্পেনের জাতীয় দলের এ ফুটবলার। যেকোনো মুহূর্তে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
উলভস থেকে ছয়মাসের ধারে বার্সায় ফিরছেন ট্রাওরে। পরের মৌসুমের জন্য ৩০ মিলিয়নে ইউরোতে তাকে রেখে দেয়ার সুযোগ রয়েছে বার্সার। উলভসে যে বেতন পেতেন তার পুরোটা বার্সাতে পাবেন ট্রাওরে।
আডামা ট্রাওরের ঘরই বলা যায় বার্সাকে। লা মাসিয়ায় বেড়ে উঠে ২০১৩ সালে বার্সার সিনিয়র দলে অভিষেক করেন।
পরে স্পেন থেকে ইংল্যান্ডে পাড়ি জমান ট্রাওরে। ১০ মিলিয়ন ইউরোতে নাম লেখান অ্যাস্টন ভিলাতে। ২০১৮ থেকে খেলছেন উলভসের জার্সিতে।
৮ বছর পর আবারও বার্সায় ফিরছেন ট্রাওরে। সেবার দলের সতীর্থ চাভি এর্নান্দেসকে কোচ হিসেবে পাচ্ছেন ২৬ বছর বয়সী এ ফুটবলার।
সোমবার তাকে দর্শকদের সামনে হাজির করার কথা রয়েছে ক্লাবের।