জাতীয় ফুটবল দলের হেড কোচের দায়িত্ব নেয়া স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাকে অভিজ্ঞতা থেকে পরামর্শ দিয়েছেন সাবেক আর্জেন্টাইন কোচ ডিয়েগো ক্রুসিয়ানি।
প্রথম লাতিন কোচ হিসেবে ২০০৫ সালে জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিয়েছিলেন আর্জেন্টিনার ডিয়েগো ক্রুসিয়ানি। এই মৌসুমে ঘরোয়া ফুটবলের অন্যতম শীর্ষ দল সাইফের দায়িত্ব নিয়েছেন এ আর্জেন্টাইন।
কোচ যাওয়া-আসার পালায় সদ্য জাতীয় দলের হেড কোচের দায়িত্ব পেয়েছেন হাভিয়ের কাবরেরা। অভিজ্ঞতা থেকে স্প্যানিশ এ কোচকে পরামর্শ দিয়েছেন ক্রুসিয়ানি।
জাতীয় দলের সাবেক এ কোচ বলেন, ‘আমি ইতিমধ্যে ওকে (কাবরেরা) বলেছি দেখতে থাকো। সবকিছু জানার চেষ্টা করো। আমি ওকে বলেছি, এখান থেকে ভালো কাউকে তুমি পাবেই। আমি তার সাফল্যও কামনা করেছি।’
ক্রুসিয়ানির অধীনে ২০০৫ সালে করাচি সাফে রানার আপ হয়েছিল বাংলাদেশ। প্রায় দেড় যুগ পর আবারও বাংলাদেশে কোচ হয়ে এসেছেন এ আর্জেন্টাইন। এবার সাইফের দায়িত্ব নিয়েছেন।
ক্লাব পরিচিতি ও খেলোয়াড় বাছাইপ্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার সাইফ পরিদর্শনে গিয়েছিলেন কাবরেরা। তখনই ক্রুসিয়ানির সঙ্গে আলাপ হয় স্প্যানিশ এ কোচের।
এর আগে ফেডারেশন ও স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ও উত্তর বারিধারার অনুশীলন দেখতে যান কাবরেরা। তিন দলের অনুশীলন দেখে শক্তিশালী জাতীয় দল গড়ার ব্যাপারে প্রত্যাশার কথা জানিয়েছিলেন তিনি।
জাতীয় দলের হেড কোচ বলেন, ‘খেলোয়াড়দের পারফর্ম দেখে মুগ্ধ। বিশেষ করে তাদের টেকনিক্যাল সক্ষমতা, প্রগাঢ়তা আমার ভালো লেগেছে। আশা করি ভালো একটা জাতীয় দল গড়তে পারব।’
সামনে প্রিমিয়ার লিগ আছে। এর পরে মার্চে ফিফা উইন্ডোতে জাতীয় দলের ম্যাচ থাকার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে প্রাথমিক স্কোয়াড গঠন করে ফেলার কথা কাবরেরার।