টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের বাজে পারফরম্যান্সের পর কোচিং প্যানেলের পরিবর্তন আনার আশ্বাস দিয়েছিল বিসিবি। তার জের ধরে বিশ্বকাপের পর পর ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে সম্পর্কোচ্ছেদ করে বোর্ড।
সবশেষ নিউজিল্যান্ড সিরিজের পর টাইগারদের বোলিং কোচের পদ থেকে অব্যাহতি দেয়া হয় ক্যারিবিয়ান ওটিস গিবসনকে। নতুন কোচ হিসেবে শোনা যেতে থাকে বেশ কয়েকজনের নাম। সে তালিকায় রয়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ কোচ।
তবে বোর্ডের পছন্দের তালিকায় ওপরের দিকে রয়েছে উপমহাদেশের কয়েকজনের নাম। কারও নাম স্পষ্ট করে বলা না হলেও বোর্ড জানিয়েছে বোলিং কোচ হিসেবে উপমহাদেশের কোচরা প্রাধান্য পাবেন বাকিদের চেয়ে।
মূলত বাংলাদেশের উইকেট নিয়ে পর্যাপ্ত জ্ঞান থাকার আবশ্যকতার জন্যে উপমহাদেশের কোচ আনায় ঝুঁকেছে ক্রিকেট বোর্ড। নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু।
মিঠু বলেন, ‘আমরা এশিয়ার ভেতর থেকে কাউকে নিতে চাচ্ছি। আসলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের যে উইকেট সেটি তো আমাদের মতো না। আমাদের উপমহাদেশের উইকেট সম্পূর্ণ আলাদা। মূলত উইকেটের কথা চিন্তা করেই আমরা এশিয়ানদের প্রাধান্য দিচ্ছি।’
তবে সবকিছু নির্ভর করবে বোর্ড সভায় নির্বাচিত হওয়া কোচদের ইচ্ছার ওপর। যে সময়ে কোচকে আনতে চায় বিসিবি, সে সময় তিনি সময় দিতে পারবেন কি না বা কাজ করতে আগ্রহী কি না, সে সব বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।
মিঠু বলেন, ‘যাকে দায়িত্বটা দেব, সে সময়ে তার সুযোগ থাকতে হবে। এ ছাড়া কোভিড পরিস্থিতিতে তাকে পাওয়া যাবে কি না, সেটিও দেখার বিষয়। আমরা কয়েকজনকে ভাবনায় রেখেছি। বোর্ড সভাপতির সঙ্গে বসে শিগগিরই এটি চূড়ান্ত করা হবে।’
বিসিবির পছন্দের তালিকায় রয়েছে সাবেক শ্রীলঙ্কার সিমার চামিন্দা ভাসের নাম। সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপের আগে ভাসকে তাসকিন-মুস্তাফিজদের সঙ্গে কাজ করতে দেখা যাবে।