শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজে থাকছেন না হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারও।
ল্যাঙ্গার অবশ্য বিশ্রাম পাচ্ছেন না। শ্রীলঙ্কা সিরিজের পর পাকিস্তান সফরের জন্য দলের পরিকল্পনা গোছাতে বাড়তি সময় দেয়া হচ্ছে তাকে।
এই সিরিজ দিয়েই নিজ মাঠে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে অস্ট্রেলিয়া। বছরের শেষে অস্ট্রেলিয়ায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যেখানে গত বছর জেতা শিরোপা রক্ষার মিশনে নামবে অ্যারন ফিঞ্চের বাহিনী।
অজি নির্বাচক জর্জ বেইলি এক বিবৃতিতে বলেন, ‘এই স্কোয়াডটিই নিজ মাটিতে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার প্রস্তুতি শুরু করবে। এখানে অনেক খেলোয়াড় আছেন, যারা শক্ত প্রতিপক্ষের বিপক্ষে পাঁচ ম্যাচে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন।’
বিশ্বকাপ জেতা দল থেকে মার্শ-ওয়ার্নার ছাড়াও সিরিজে বাদ পড়েছেন স্পিনার মিচেল সোয়েপসন। তাদের জায়গায় ডাকা হয়েছে ট্র্যাভিস হেড ও বেন ম্যাকডারমটকে।
১১ ফেব্রুয়ারি সিডনিতে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ। শেষ হবে মেলবোর্নে ২০ ফেব্রুয়ারি।
অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন এইগার, প্যাট কামিন্স, জশ হেইজলউড, ট্র্যাভিস হেড, ময়জেস এনরিকেস, জশ ইংলিস, বেন ম্যাকডারমট, গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, কেইন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড ও অ্যাডাম জ্যাম্পা।