বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসির ফেরার ম্যাচে বড় জয় পিএসজির

  •    
  • ২৪ জানুয়ারি, ২০২২ ১১:৪৬

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রেঁসকে ৪-০ গোলে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে প্যারিসিয়ানরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছেন মেসি।

ম্যাচের আগে সবার নজর ছিল লিওনেল মেসির দিকে। আর্জেন্টাইন তারকা করোনাভাইরাসের আক্রমণ থেকে সুস্থ হওয়ার পর এ ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন এমনটা আগেই জানিয়েছেন পিএসজি ম্যানেজার মরিসিও পচেত্তিনো।ভক্তদের আগ্রহ ছিল নিজ মাঠে মেসি কি শুরুর একাদশে সুযোগ পান না বেঞ্চে থাকেন তা নিয়ে।

মেসি ম্যাচ শুরু করেননি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছেন। তাতে বড় জয় পেতে সমস্যা হয়নি প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি)।

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রেঁসকে ৪-০ গোলে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছেন প্যারিসিয়ানরা।

নিজ মাঠে মার্কো ভেরাত্তির ৪৪ মিনিটের গোলে লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি। বিরতি থেকে ফিরে এসে রেঁসের জালে ঢোকায় আরও তিন গোল।

দ্বিতীয়ার্ধে লিড দ্বিগুন করেন স্বাগতিকরা। ৬২ মিনিটে নতুন ক্লাবের হয়ে প্রথম গোল করেন সার্হিও রামোস। পরের মিনিটে দলের সঙ্গে যোগ দেন লিওনেল মেসি।

পচেত্তিনো আনহেল দি মারিয়াকে বদলে মেসিকে নামান। মেসি নামার পর আরও দুই গোল বাগিয়ে নেয় পিএসজি। ৬৭ মিনিটে ভোট ফেসের আত্মঘাতী গোল ও ৭৫ মিনিটে দানিলো পেরেইরার স্ট্রাইকে নিশ্চিত হয় পিএসজির দারুণ জয়।

এ জয়ে ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল পচেত্তিনোর দল। দ্বিতীয় স্থানে থাকা নিসের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে তারা।

দলের এমন পার্ফরম্যান্সে উচ্ছ্বসিত পচেত্তিনো। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে বলেন, ‘ভালো একটা ম্যাচ ছিল। তিন পয়েন্ট নিশ্চিত করা গেছে। যারা অনেক দিন গোল পায় না তারাও গোল করেছে।’

এ বিভাগের আরো খবর