জাতীয় ফুটবল দলের হেড কোচ নিয়োগের পর কে হবেন সহকারী কোচ, এটিই এখন আলোচনার বিষয়। নিকট অতীতে বিদেশি হেড কোচরা নিজের মতো বিদেশি সহকারী কোচ নিয়ে এসেছিলেন। এবার হাভিয়ের কাবরেরার সেই চাহিদা ছিল না।
এরই ধারাবাহিকতায় কাবরেরার কোচিং প্যানেলে সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়া হলো মাসুদ পারভেজ কায়সারকে এবং গোলকিপার প্রশিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে জাতীয় দলের সাবেক গোলকিপার বিপ্লব ভট্টাচার্যকে।
আর ফিটনেস কোচ হিসেবে সর্বশেষ হেড কোচ জেমি ডের সঙ্গে থাকা আইভান রাজলগকে দায়িত্ব অব্যাহত রাখতে বলা হয়েছে।
তাদের নিয়ে খেলোয়াড় বাছাইয়ে মনোযোগ জাতীয় দলের নতুন হেড কোচ হাভিয়ের কাবরেরা।
রোববার বাফুফে ভবনে তিনি বলেন, ‘বিদেশি স্টাফের প্রয়োজনীয়তা দেখছি না। আমি দুই সহকারী পেয়েছি কায়সার ও বিপ্লবকে। তাদের জাতীয় দলের কাজ করার অভিজ্ঞতা আছে। তাদের সঙ্গে আলোচনা করে ভালোই লাগল। একসঙ্গে আমরা খেলোয়াড় বাছাইসহ বিভিন্ন পরিকল্পনা করব।’
স্কাউটিং বা খেলোয়াড় বাছাইয়ের অংশ হিসেবে ঘরোয়া ফুটবলের ক্লাবগুলো ঘুরে দেখছেন কাবরেরা। এখন থেকে পুরো কোচিং প্যানেল নিয়ে ক্লাব পরিদর্শন করবেন এ স্প্যানিশ কোচ। গত শুক্রবার ঢাকা আবাহনীর খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব সেরেছেন।
রোববার বাফুফের এলিট ফুটবল অ্যাকাডেমি পরিদর্শনে গিয়েছিলেন। নিজেও বার্সেলোনাসহ অনেক ক্লাবের অ্যাকাডেমিতে কোচ হিসেবে কাজ করা হাভিয়ের বাফুফের অ্যাকাডেমি সম্পর্কে ইতিবাচক কথাই বললেন।
তিনি বলেন, ‘অ্যাকাডেমি কার্যক্রম, প্রক্রিয়া সম্পর্কে জানলাম। সঠিক পথেই অ্যাকাডেমি রয়েছে।’
স্কাউটিংয়ের অংশ হিসেবে আগামীকাল সোমবার উত্তর বারিধারা ক্লাব পরিদর্শন করবেন কাবরেরা গং।