বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্যাচ মিসের ম্যাচে মিনিস্টার ঢাকাকে ১৬২ রানের লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে চট্টগ্রামের সংগ্রহ ১৬১ রান।
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে যেখানে ব্যাটাররা খাবি খাচ্ছিলেন রান বের করতে, সেখানে দ্বিতীয় ম্যাচে উইকেটের ভোল বদলে দিলেন চট্টগ্রামের ব্যাটাররা।
টস হেরে ব্যাট করতে নেমে ৬ রানে তারা হারায় ওপেনার কেনার লুইসকে। ২ রান করে সাজঘরে ফিরে যেতে হয় এই ব্যাটসম্যানকে।
এরপর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে রানের গতি বাড়িয়ে দেন উইল জ্যাকস। ১২ বলে ১২ করে আফিফ বিদায় নেয়ার পর স্কোরশিটে ২ রান যোগ করতে সাজঘরের পথ ধরেন ২৪ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলা উইল জ্যাক।
পরপর দুই সেট ব্যাটারের বিদায়ে খেই হারায়নি সাগরিকার দলটি। বরং প্রবল বিক্রমে লড়াই চালিয়ে যেতে থাকে সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে ভর করে।
দলীয় ১০০ রানে ২৫ করা মেহেদী বিদায় নিলেও উইকেট আগলে থাকেন সাব্বির। তাকেও ফিরতে হয় ২৮ রান করে। রুবেলের দুর্দান্ত এক স্লোয়ারে খেই হারানোর সঙ্গে সঙ্গে স্টাম্পটাও হারান তিনি।
শেষদিকে বেনি হাওয়েলের ১৯ বলে ৩৭ রানের টর্নেডো ইনিংসে ভর করে ১৬১ রানের পুঁজি নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম।
ঢাকার হয়ে তিনটি উইকেট নেন রুবেল হোসেন। একটি করে উইকেট নেন আরাফাত সানি, ইসুরু উদানা, শুভাগত হোম ও মাহমুদউল্লাহ রিয়াদ।