শেরে বাংলায় রহস্যময় চিরচেনা উইকেটে সিলেট সানরাইজার্সের বিপক্ষে রীতিমত খাবি খেতে হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানসের ব্যাটারদের। বিদেশিদের কথা বাদ দিয়ে দেশের ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যায় ইনিংসের সর্বোচ্চ ১৬ রান এসেছে নাহিদুল ইসলামের ব্যাট থেকে।
চিরচেনা শেরে বাংলার এই উইকেটে এমন বিপর্যস্ত পারফরম্যান্সের কারণ হিসেবে স্বভাবতই আঙ্গুল ওঠে পরিকল্পনার অভাবের দিকে। উঠলোও সেটি।
তবে শেরে বাংলায় পরিকল্পনা কাজ করে না সেটি অকপটে স্বীকার করলেন কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস। ম্যাচ শেষে সংবাদসম্মেলনে এমনটাই জানান তিনি।
ইমরুল বলেন, ‘লো ট্র্যাকে আপনি চাইলেও পরিকল্পনা অনুযায়ী খেলতে পারবেন না। অনেক দেখেশুনে ব্যাট করা লাগে। বেশি দেখেশুনে খেলতে গিয়ে হয়তো ব্যাটসম্যান আউট হয়ে যায়, তখন একটা চাপ চলে আসে।’
দলের অবস্থা সবসময় এমন বিপর্যস্ত থাকবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন এই দলপতি। সেই সঙ্গে বড় স্কোরের ম্যাচে দৃশ্যপট বদলে যাবে বলেও জানান তিনি।
ইমরুল বলেন, ‘একটা দলের মাঝেমধ্যে এমন ম্যাচ কিন্তু হয়। প্রতিদিন কিন্তু হয় না। দল অনুযায়ী আমরা খুবই ভালো দল। প্রতিটা ব্যাটসম্যান তো প্রতিদিন এভাবে খেলবে না। কেউ না কেউ বড় ব্যাটসম্যান যারাই আছেন তারা বড় ইনিংস খেলবেন।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে সিলেটের দেয়া ৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোসাদ্দেকদের চোখ রাঙানি দেখেও ৮ বল ও দুই উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা ভিক্টোরিয়ানস।