অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন সাবেক চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। তৃতীয় রাউন্ডে সহজ জয় পাননি ২০০৯ সালের চ্যাম্পিয়ন এ স্প্যানিশ গ্রেট।
ষষ্ঠ বাছাই নাদালকে ঘাম ঝরাতে হয়েছে রুশ প্রতিপক্ষ ও ২৮তম বাছাই কারেন কাচানভের বিপক্ষে। এক সেট হেরে ৩-১ সেটে ম্যাচ জিতে নেন নাদাল।
কাচানভের বিপক্ষে শুরুটা দারুণ করেন ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ তারকা। ৬-৩ গেমে সেট জিতে শুরু করেন নিজের তৃতীয় রাউন্ড।
দ্বিতীয় সেটেও রুশ প্রতিপক্ষকে পাত্তা দেননি নাদাল। ৬-২ গেমে সেট জিতে ২-০ ব্যবধানে লিড নিয়ে নেন।
তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান কাচানভ। ৬-৩ গেমে সেট জিতে ম্যাচে টিকে থাকেন ও নাদালকে চার সেট খেলতে বাধ্য করেন।
চতুর্থ সেটে অবশ্য নাদালের অভিজ্ঞতার সঙ্গে পেরে ওঠেননি কাচানভ। তাকে এক রকম উড়িয়ে নাদাল ম্যাচ জিতে নেন ৬-১ গেমে।নাদালের মতো ঘাম ঝরাতে হয়নি টুর্নামেন্টের তৃতীয় বাছাই আলেক্সান্ডার এসফেরেফকে।রোমানিয়ার রাদু আলবতকে সরাসরি ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন তিনি।